সাংবাদিক তোফাজ্জল হোসেনের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

ডেস্ক রিপোর্ট

দৈনিক ইয়াদের সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৫ জানুয়ারী রবিবার বাদ আছর মহানগরীর থানা পুকুরপাড় জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানাসহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ।

ফতুল্লায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৪ জানুয়ারী শনিবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার পূর্ব গোপালনগর প্রাইমারী স্কুল মাঠে আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়ন ও জাকির খানের মুক্তির দাবিতে আলোচনা সভাটি অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- নারায়ণগঞ্জ সদর থানার জাতীয়তাবাদী দল জাসাসের সভাপতি জিকো খান ও বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এসএম গালিব, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি পারভেজ মল্লিক, সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি লিংরাজ খান।

অনুষ্ঠানে মৎসজীবিদল, কৃষকদল, ছাত্রদল, যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোনারগাঁয়ে কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে জামপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে প্রান্তিক কৃষকদের নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৪ জানুয়ারী শনিবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়ন এলাকায় এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির জেলা ও উপজেলার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা, নেতাকর্মীদের মাঝে তারেক রহমানের ৩১ দফা বিস্তারিত তুলে ধরেন।

এ সময় উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু কৃষকদলের নিয়ে তারেক রহমানের ৩১ দফায় যা যা সুফল রয়েছে তার বিস্তারিত তুলে ধরেন।

রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সান নারায়ণগঞ্জ

রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির উদ্যোগে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। ৪ জানুয়ারী শনিবার মহানগরীর দেওভোগ পাক্কা রোড সংলগ্ন আদর্শ বালক বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শীত বস্ত্র দেওয়া হয়।

নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও ১৪নং ওয়ার্ড বিএনপির আহবায়ক দিদার খন্দকার ও রোটারীয়ান মনির হোসেন মিঠু সহ আরও অনেকে শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় বিএনপি নেতা দিদার খন্দকার বলেন, আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে গরীব ও অসহায়দের পাশে দাঁড়াই, তাহলে সব ধরনের সমস্যা সমাধান করা সম্ভব। বিশেষ করে সমাজের ধর্ণাঢ্যদের প্রতি আহবান থাকবে সবাই যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেই। এতে করে সমাজের সকল প্রকার মানুষের সুখ-দু:খ ভাগ করে নিতে পারবো। তাহলে এই সমাজ তথা পুরো দেশে কোন মানুষকে কষ্টে দিনাতিপাত করতে হবে না।

সাংবাদিক তোফাজ্জল হোসেন ও সেলিমের মৃত্যুতে দোয়া মাহফিল

সান নারায়ণগঞ্জ

দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেন ও ফটো সাংবাদিক আরিফুল ইসলাম সেলিমসহ প্রয়াত সকল সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারী শনিবার বাদ জোহর নগরীর মহিলা কলেজ সংলগ্ন এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রয়াত সাংবাদিকদের সহকর্মীরা এ দোয়ার আয়োজন করে।

দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ্, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জেলা শাখার সাবেক সভাপতি তাপস সাহা, হাবিবুর রহমান শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, সাংবাদিক শহিদুল্লাহ্ রাসেল ও মোজাম্মেল হক লিটন।

দোয়া মাহফিলে প্রয়াত সাংবাদিকদের স্মৃতিচারণ করে কান্নায় ভেঙ্গে পড়েন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, আমি মহানগর বিএনপির সদস্য সচিব হওয়ায় সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন তোফাজ্জল ভাই। তিনি আমার প্রতিটি কাজে পরামর্শ দিতেন। প্রতিদিন আমার সাথে একবেলা করে দেখা না করলে তার পেটের ভাত হজম হতো না। সেদিন সকালে যখন শুনলাম সাথে সাথে আমি সবুজকে (তোফাজ্জলের বড় ছেলে) কল করলাম, ও বললো ‘আব্বু কথা বলতে পারছেনা।’ যতদিন হসপিটালে ছিলো আমি প্রতিদিন সবুজের সাথে যোগাযোগ করেছি, কিন্তু তার জবান ছিলো না। ভাবতে পারিনি, তিনি এভাবে চলে যাবেন।

তিনি বলেন, তোফাজ্জল ভাই স্পষ্টবাদী ছিলেন। যেখানেই কোন সংবাদ পেতেন সাথে সাথে চলে যেতেন। এবং তিনি একজন ইসলামের সেবক ছিলেন। তিনি সত্যের পক্ষে ছিলেন, অন্যায়ের বিরুদ্ধে ছিলেন। তিনি যাকে যাই বলতেন স্পষ্টভাষায় বলে দিতেন। তিনি একদম স্বাভাবিক জীবন যাপন করতেন। তিনি সাংবাদিক জগতে যে অবদান রেখে গেছেন, তা বলে প্রকাশ করা যাবে না। ওনার লেখনি খুবই বস্তুনিষ্ঠ ছিলো এবং ন্যায়ের পক্ষে ছিলো। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।

সেলিমের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, সেলিম ছিলো একদম নরম মনের মানুষ। একটা ঠান্ডা প্রকৃতির সাংবাদিক ছিলো। দেখা হলেই সালাম দিতো। কখনো অভিমান করতো না। নয়ন, সুলতান চলে গেছে। আসলে ওরা আমাদের জন্য অনেক অবদান রেখেছে। কিন্তু আমরা ওদের জন্য কিছুই করতে পারেনি। কারণ, আপনারা জানেন বিগত আওয়ামী লীগের ষোলটি বছরে আমাদের জীবনটা রক্ষা করাটাই অনেক কঠিন ছিলো। ষোল বছরে ষোল ঘন্টাও বাড়ীতে ঘুমাতে পারেনি। শহরে চলাচল ঠিকই ছিলো কিন্তু বাড়ীতে থাকতে পারেনি। যাইহোক, আপনারা দোয়া করবেন আমরা সব সময় আপনাদের পাশে থাকবো।

দোয়া মাহফিলে সাংবাদিকদের উদ্দেশ্যে মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, আপনারা যে পেশায় নিয়োজিত এর চাইতে উত্তম পেশা এ পৃথিবীতে কিছুই হতে পারেনা। সত্যকে মানুষের সামনে উপস্থাপন করা। এটা সবচাইতে বড় জিহাদ। একজন মানুষ ষড়যন্ত্রের শিকার, আপনারা ইচ্ছে করলে সেই মিথ্যে ষড়যন্ত্র থেকে তাকে উদ্ধার করে সত্যটাকে মুখোমুখি দাঁড় করাতে পারেন। এই যে বিষয় এটা অনেক বড় ইবাদত। এই ইবাদতে জড়িত ছিলেন আমাদের তোফাজ্জাল ভাই, আমাদের সেলিম ভাই। ওনারা অত্যান্ত মোহাব্বতের মানুষ ছিলেন। ওনারা দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ বলে ‘তারা ভালো মানুষ ছিলো।’ আমি এদের প্রত্যেকের জন্য দোয়া করি। আমাদের তরফ থেকে তাদের জন্য যতটুকু করার দরকার আমরা করবো।

মুফতি মাসুম বিল্লাহ্ বলেন, মৃত্যুর পর মানুষের সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। একমাত্র পথ থাকে নেক দোয়া। যদি কোন নেক সন্তান তার জন্য দোয়া করে, ওটাই তার জন্য পৌছায়। আলহামদুল্লিাহ্ আমরা তাদের জন্য দোয়া করেছি। তোফাজ্জল ভাই, সেলিম, সুলতান যারাই ছিলো তাদের সবারই সমাজে একটা গ্রহণযোগ্যতা ছিলো। হাসি-খুশি ছিলো, মিশুক ছিলো। কখনও কারো সাথে খারাপ ব্যবহার করেনি। তাই আসুন আমরা সবাই তাদের জন্য দোয়া করি।

বক্তব্য শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিরতণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, যমুনা টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আমির হুসাইন স্মিথ, সাংবাদিক জাহাঙ্গীর আলম জনি, দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার বার্তা সম্পাদক মিলন বিশ্বাস হৃদয়, খবর নারায়ণগঞ্জের প্রকাশক জাহিদ হাসান, নির্বাহী সম্পাদক মশিউর রহমান, রিপোর্ট নারায়ণগঞ্জের সম্পাদক শরিফুল ইসলাম সুমন, দ্যা বাংলা এক্সপ্রেসের সম্পাদক উজ্জল হোসাইন, সিটি নিউজের বার্তা সম্পাদক জুয়েল রানা, ফটো সাংবাদিক মো: কাইয়ূম, দৈনিক যুগের চিন্তার ফটো সাংবাদিক মেহেদী হাসান, দৈনিক রূদ্রবার্তার ফটো সাংবাদিক আলী হোসেন টিটু, দৈনিক অগ্রবানী পত্রিকার ফটো সাংবাদিক রিপন মাহমুদ, দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার ফটো সাংবাদিক হাবিব খন্দকার, সোলাইমান হোসেন ও প্রয়াত সাংবাদিক তোফাজ্জাল হোসেনের ছেলে মাহমুদুল হাসান সৌরভ, ফটো সাংবাদিক সেলিমের ছোট ভাই হৃদয় ও ছেলে মাহফুজসহ আরও অনেকে।

‌‍’শুধু চাকরি নয়, ভালো মানুষ হওয়ার জন্য পড়াশোনা করতে হবে’

ডেস্ক রিপোর্ট

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিরেক্টর ও প্রফেসর শায়েখ প্রফেসর মোখতার আহমাদ বলেছেন, “পড়াশোনা শুধু চাকরি করার জন্য নয়, ভালো মানুষ হওয়ার জন্য করতে হবে। ভালো মানুষ হলে এই পৃথিবী তোমার কাছে আত্মসমর্পণ করবে, ইনশাআল্লাহ।”

তিনি শনিবার (৪ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিলস্থ গিয়াস উদ্দিন এডুকেশন কমপ্লেক্স ভবনে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে এ মন্তব্য করেন।

প্রফেসর মোখতার আহমাদ আরো বলেন, “যেই কাজটি তুমি করবে, এক নম্বার হওয়ার জন্য করবে। ভালো মানুষের টাকা থাকলে গিয়াসউদ্দিন এডুকেশন মডেল কলেজ তৈরি করবে, আর খারাপ লোকের টাকা থাকলে একটা বার হাউজ, সিনামে হাউজ তৈরি করবে। ভালো মানুষের টাকা দরকার, তোমরা রাজনীতিবিদ হও, তোমরা বিজ্ঞানী হও, তোমরা জ্ঞানী হও, তোমরা এডুকেশনিস্ট হও, যেই দিকে যাবে, এক নম্বার হওয়া লাগবে।”

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রতিষ্ঠাতা এবং এম.এ. হাসেম ইয়াতুন্নেসা ফাউন্ডেশন চেয়ারম্যান মুহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন, এম.এ. হালিম জুয়েল, শিশির ঘোষ অমর, রাজিব আহমেদ ও রিফাত হোসেন প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের শিক্ষক মোহাম্মদ ওবায়দুল্লাহ।

আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন দিন: আবদুল জব্বার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ উত্তর থানার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৩ জানুয়ারী শুক্রবার সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডের গ্রীন গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন জানিয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সূরা সদস্য প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূঁইয়া, নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মোহাম্মদ জামাল হোসাইন এবং জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আবদুল বাকী।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় সমাজ ও রাষ্ট্রের সংস্কারে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সহযোগিতা করার জন্য সমাজের সকল স্তরের মানুষকে আহ্বান জানান। প্রধান অতিথি মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেন, “আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন দিয়ে একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সমাজের সচেতন নাগরিকদেরকে এগিয়ে আসতে হবে।”

সভাটি সিদ্ধিরগঞ্জ উত্তর থানার সম্মানিত আমীর মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সিদ্ধিরগঞ্জে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী!

ডেস্ক রিপোর্ট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়েছেন দ্বিতীয় স্ত্রী। দাম্পত্য কলহের জেরে এই ঘটনা ঘটিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী। ঘটনার পর নিজেই থানায় ফোন করে বিষয়টি পুলিশকে জানিয়েছেন অভিযুক্ত স্ত্রী হালিমা।

৩ জানুয়ারী শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সোহাগ রাড়িকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্ত্রী মোসা. হালিমাকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চার বছর আগে প্রথম স্ত্রীকে না জানিয়েই হালিমাকে বিয়ে করেন সোহাগ। বিয়ের পর থেকে প্রথম স্ত্রীর সঙ্গে তার যোগাযোগ অব্যাহত ছিল, যা মেনে নিতে পারছিলেন না হালিমা। বিষয়টি নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো।

শুক্রবার রাতেও তাদের মধ্যে কথা কাটাকাটি চরম পর্যায়ে পৌঁছায়। একপর্যায়ে হালিমা স্বামী সোহাগকে দড়ি দিয়ে বেঁধে ধারালো বটি দিয়ে তার পুরুষাঙ্গ কেটে ফেলেন।

ঘটনার পর হালিমা নিজেই অ্যাম্বুলেন্স ডেকে সোহাগকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এবং পুলিশকে ফোন করে ঘটনাটি জানান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হালিমাকে আটক করে এবং আহত সোহাগকে হাসপাতালে পাঠায়।

ভুক্তভোগী সোহাগের ছোট ভাই আরিয়ান আহমেদ সোহান বলেন, “আমার ভাইয়ের ওপর পৈশাচিক নির্যাতন চালানো হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে বলেন, “ঘটনাটি দুঃখজনক। সোহাগকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযুক্ত হালিমাকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

বন্দরে রাস্তা সুড়ঙ্গ করে বিএনপি নেতার ড্রেজার পাইপ, ধসে পড়ার শঙ্কা

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দরে কল্যান্দি সড়কে আরসিসি ঢালাই রাস্তায় অবৈধভাবে সড়কের নিচের মাটি কেটে নিচ দিয়ে সুড়ঙ্গ করে ড্রেজার পাইপ বসানো হয়েছে। শুরুতে পাইপ সড়কের ওপর ছিল। এতে প্রশাসন বাধা দিলে সড়ক থেকে পাইপ সরিয়ে দিনের বেলাই সুড়ঙ্গ করে পাইপটি সড়কের নিচ দিয়ে নেওয়া হয়। এতে গুরুত্বপূর্ণ এ সড়কটি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে সড়ক ভেঙ্গে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

খোঁজ নিয়ে জানা গেছে, ড্রেজার পাইপ স্থাপন করেছেন বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ, বন্দর থানা যুবদল সভাপতি আমির হোসেন, পিংকি, সোয়েব, রবিন সহ বিএনপির একটি সিন্ডিকেট। প্রতিদিন রাস্তাটি দিয়ে শত শত রিকশা, সিএনজি, ইজিবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু রাস্তার নিচ দিয়ে সুড়ঙ্গ করে পাইপ স্থাপন করায় ওপর দিয়ে রাস্তাটি ফেটে নিচে দেবে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রশাসনের উদাসীনতার কারণে উপজেলার বিভিন্ন স্থানে সরকারি রাস্তার নিচ দিয়ে সুড়ঙ্গ করে পাইপ স্থাপন করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

৪ জানুয়ারী শনিবার দুপুরে ওই এলাকায় গিয়ে দেখা যায়, বন্দর উপজেলার রূপালী এলাকায় শীতলক্ষ্যা নদীতে ড্রেজার বসানো হয়েছে। সেখান থেকে পাইপ সংযোগ করে কল্যান্দি এলাকায় আরসিসি ঢালাইকৃত রাস্তাটির নিচ দিয়ে প্রায় ১২ ইঞ্চি গোলাকার একটি পাইপ রাস্তা সুড়ঙ্গ করে নিচ দিয়ে বসানো হয়েছে। এমনভাবে পাইপটি স্থাপন করা হয়েছে যাতে এই সড়ক দিয়ে চলাচলকারী প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন দেখতে না পান।

স্থানীয়রা জানান, এটি প্রথমে সড়কের ওপর ছিল। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সড়ক থেকে ড্রেজার পাইপ সহ ড্রেজারটি সরানোর নির্দেশ দেন। পরে ড্রেজার ব্যবসায়ীরা সড়ক থেকে পাইপ সরিয়ে নেওয়ার কিছুদিন পর পূনরায় সড়ক সুড়ঙ্গ করে পাইপ স্থাপন করা হয়।

বন্দর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অফিসার সামছুন নাহার জানান, রাস্তা কেটে বা সুড়ঙ্গ করে ড্রেজার পাইপ নেওয়ার বিষয়ে কোন অনুমতি দেওয়া হয়নি। সরেজমিনে গিয়ে দেখবো যদি এমন কিছু করে থাকে তাহলে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী মোস্তাফিজুর রহমান জানান, রাস্তর উপরে ড্রেজার পাইপ ছিল, আমরা অপসারণ করেছি কিন্তু সুড়ঙ্গ করে ড্রেজার পাইপ নেওয়ার বিষয়ে আমি অবগত নই। আগামীকাল লোক যাবে দেখে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বস্থ করেন তিনি।

বন্দরে মুকুলের হাত ধরে শতাধিক যুবকের বিএনপিতে যোগদান

ডেস্ক রিপোর্ট

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেছে কলাগাছিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শতাধিক যুবক।

৩ জানুয়ারী শুক্রবার বিকেল ৪টায় বন্দর থানার ২৩নং ওয়ার্ডের কবিলের মোড়স্থ বিএনপি নেতা আতাউর রহমান মুকুলের বাসভবনে এসে তারা বিএনপিতে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা আবুল কাশেম, মো. সাফি, আব্দুর রাজ্জাক, মোরশেদ আলম প্রমুখ।

সদ্য যোগদানকৃত যুবকদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল জাব্বার, নিলয়, ইফতি, মেরাজ, ইয়াসিন, সামির, সিফাত, রাহাত, মাহিন, মাহাতাব, সেন্টু, প্লাবন, নাফিজ, মৃদুল, তানভির, সাইফুল, জিসান, রিয়াদ ও আরিয়ান প্রমুখ।

সর্বশেষ সংবাদ