ব্যাপক প্রতিশ্রুতি দিলো স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরাম মনোনিত প্যানেল

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচন ২০২৫-২০২৭ অর্থবছরের নির্বাচনে ‘হোসিয়ারী শিল্পের নতুন দিনের পরিবর্তনের সূচনা চাই’ এই শ্লোগানে অংশগ্রহণকারী স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরাম মনোনিত প্যানেলের সাধারণ গ্রুপ ও এসোসিয়েট গ্রুপের পরিচালক পদপ্রার্থীরা নির্বাচনী প্রচারণা, ভোট প্রার্থনা ও মতবিনিময় সভা করেছেন।

১৪ জানুয়ারী মঙ্গলবার বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জ মহানগরীর নয়ামাটি আকরাম প্লাজায় মতবিনিময় সভা করেছেন স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরাম মনোনিত প্যানেলের সাধারণ গ্রুপ ও এসোসিয়েট গ্রুপের পরিচালক পদপ্রার্থীরা। এতে সভাপতিত্ব সিনিয়র ব্যবসায়ী ফজলুর রহমান এবং অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ।

এ সময় বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচন-২০২৫-২৭ এ স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরাম মনোনিত প্যানেলের সাধারণ গ্রুপের পরিচালক পদপ্রার্থী শাহ ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মোহাম্মদ আওলাদ হোসেন, বাবুল চন্দ্র দাস, লুৎফর রহমান ফকির, সুশান্ত পাল চৌধুরী, আবুল বাশার বাসেত, দিদার খন্দকার, নাজমুল হক এবং এসোসিয়েট গ্রুপের পরিচালক পদপ্রার্থী মাসুদ রানা, নারায়ণ চন্দ্র মজুমদার, মোক্তার হোসেন, মাসুম মোল্লা, ফারুক হোসেন ও ইবনে মোহাম্মদ আল কাওসার বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় সাধারণ গ্রুপের পরিচালক প্রার্থী মোঃ দিদার খন্দকার বলেন, অতীতে ফ্যাসিবাদের দোসরেরা ১০ বছর সিলেকশনের মাধ্যমে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনকে কুক্ষিগত করে রেখেছিল। তারা বিনা ভোটে অন্যায় অত্যাচারের মাধ্যমে হোসিয়ারী এসোসিয়েশন চালিয়েছে। তারা ব্যবসায়ীদের মাঝে সৃষ্ট সমস্যা নিরসণে বিচার সালিশের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। ব্যবসায়ীদের ‍উপর জোর জুলুম নির্যাতন চালিয়েছিল। আমরা নির্বাচিত হলে এ ধরণের কার্যকলাপ করবো না।

তিনি আরও বলেন, আমরা নির্বাচিত হলে সকল ব্যবসায়ীদের স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা করতে পারবে না। আমরা ব্যবসায়ীদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করেছি। এবারো একটি পক্ষ চেয়েছিল বিনা ভোটে হোসিয়ারী এসোসিয়েশনকে কুক্ষিগত করতে। আমরা ভোটের পরিবেশ সৃষ্টি করেছি। আমরা নির্বাচিত হই বা না হই আমরা সব সময় ব্যবসায়ীদের পাশে থাকবো।

মতবিনিময় সভায় ভোটারদের উদ্দেশ্যে সাধারণ গ্রুপের পরিচালক পদপ্রার্থী শাহ ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, আমরা নির্বাচিত হলে নয়ামাটি এলাকায় কমিউনিটি পুলিশিংয়ের ব্যবস্থা করবো, থানা পুলিশের টহল নিশ্চিত করবো, পুরো এলাকা সিসি ক্যামেরার আওতাভুক্ত করবো, নয়ামাটি এলাকায় দুটি ও উকিলপাড়া এলাকায় ১টি গভীর নূলকুপ স্থাপন করবো। সর্বপরি আমাদের পুরো প্যানেলকে ভোট দিয়ে বিজয়ী করলে সকল ব্যবসায়ীদের নিয়ে কক্সবাজার আনন্দভ্রমনে যাবো।

এখানে উল্লেখ্যযে, গত ১৪ নভেম্বর হোসিয়ারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় ২০২৫-২০২৭ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী বছরের ৩ ফেব্রুয়ারি হোসিয়ারি সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।

আওয়ামীলীগ নেতারা ভারতের হোটেলে বসে মুক্তিযোদ্ধা সেজেছে: অধ্যাপক মামুন

ডেস্ক রিপোর্ট

সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকায় তারেক রহমানের পক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, “বিএনপি দেশের মানুষের পাশে থাকে, আর আওয়ামী লীগ বিপদ দেখলেই দেশ ছেড়ে পালিয়ে যায়।”

১২ জানুয়ারী রবিবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি সব সময় জনগণের স্বার্থে অত্যাচার ও মৃত্যু যন্ত্রণা সহ্য করেছে এবং দেশের মানুষের পাশে ছিল।

অধ্যাপক মামুন অভিযোগ করেন, আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে প্রতিটি এলাকায় গডফাদার তৈরি করেছে। তারা রক্ষকের ভূমিকা নিয়ে জনগণের সম্পদ লুট করেছে এবং ভোটাধিকার হরণ করেছে। তিনি বলেন, “আওয়ামী লীগ জনগণকে ভয় দেখিয়ে কথা বলার সাহসটুকুও কেড়ে নিয়েছে।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগের নেতারা মুক্তিযোদ্ধা নয়; তারা ভারতের হোটেলে বসে মুক্তিযোদ্ধা সেজেছে। প্রকৃত মুক্তিযোদ্ধারা হলো বিএনপির রণাঙ্গনের যোদ্ধারা। দেশের প্রতি প্রকৃত ভালোবাসা এবং দেশপ্রেম শুধু রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের মধ্যেই থাকতে পারে।”

অধ্যাপক মামুন বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে পার্থক্য তুলে ধরে বলেন, “আওয়ামী লীগ নেত্রী জনরোষের ভয়ে পালিয়েছে, আর বিএনপি নেত্রী লাখ লাখ মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে চিকিৎসার জন্য সম্মানের সঙ্গে বিদেশ গেছেন।”

তিনি আরও উল্লেখ করেন, আওয়ামী লীগ তিনটি নির্বাচনে বিনা ভোটে ক্ষমতায় আসার পর রাষ্ট্রকে দখল করে ব্যাংক লুটসহ চুরি-ডাকাতি করেছে। দেশের মানুষের ওপর ঋণের বোঝা চাপিয়ে বিদেশে অর্থ পাচার করেছে।

বিএনপিতে সুবিধাবাদীদের কোনো স্থান নেই উল্লেখ করে তিনি বলেন, “যারা লুটপাট ও ভূমিদস্যুতার সঙ্গে যুক্ত ছিল, তারা বিএনপিতে ঢোকার চেষ্টা করলেও তাদের ঠাঁই হবে না। বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এসে প্রকৃত দেশপ্রেমিকদের মাধ্যমে দেশের সেবা করবে।”

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

‘সংস্কারের নামে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করলে জনগণ মেনে নিবেনা’

সান নারায়ণগঞ্জ

সংস্কারের নামে বেশিদিন ক্ষমতা আকরে না ধরে দ্রুত নির্বাচন দেয়ার জন্য অন্তবর্তী সরকারের প্রতি আহবান জানিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু।

তিনি বলেছেন, সৈরাচার হাসিনা দীর্ঘ ১৬ বছর অবৈধভাবে ক্ষমতা আকরে ধরে দেশের বিভিন্ন সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে। অন্তবর্তী সরকার যতটুকু সংস্কার প্রয়োজন দ্রুতগতিতে তা করে নির্বাচন দিন। নির্বাচন দেয়া নিয়ে কালক্ষেপণ বাংলার জনগন কিছুতেই মেনে নিবে না। সংস্কারের নামে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করলে আন্দোলনে নামতে বাধ্য হবো।

১৩ জানুয়ারী সোমবার বিকালে ফতুল্লার লালখাঁয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুতুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাহিরে গিয়েছেন। আল্লাহর রহমতে আমাদের নেত্রী অনেকটাই ভাল আছেন এবং সুস্থ আছেন। সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে দ্রুত সুস্থ হয়ে দেশের মাটিতে ফিরে আসতে পারেন। সৈরাচার হাসিনা সরকার আমাদের নেত্রীকে চিকিৎসা করতে দেশের বাহিরে যাওয়ার জন্য কোন সুযোগ দেয় না। মিথ্যা মামলা দিয়ে গৃহবন্দী করে রেখেছিল। জুলুমবাজদের আল্লাহ কখনো পছন্দ করেন। সৈরাচার হাসিনা দেশের মানুষের সাথে অতিথি জুলুম করেছে। তাই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে।

অনুষ্ঠানে ফতুল্লা থানা বিএনপির সহ-কোষাদক্ষ্য তৈয়বুর রহমানের সভাপতির প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা শ্রমিক দলের আহবায়ক শাহ আলম পাটোয়ারী প্রমুখ।

অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, ফারুক মাদবর, হাজী আবুল হোসেন, আমির হোসেন, আফজাল হোসেন, আহম্মদ হোসেন, কামাল হোসেন, আনোয়ার হোসেন মাস্টার, দুলাল মাহমুূদ, এড: নাসির উদ্দিন, সালাউদ্দিন।

বাংলাদেশের পোশাক শিল্পে উন্নতির বিপুল সম্ভাবনা রয়েছে: ইইউ রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, “বাংলাদেশ বিশ্বের অন্যতম পোশাক উৎপাদনকারী দেশ। আমি আজ কারখানা মালিক ও কর্মচারীদের সঙ্গে আলাপ করেছি এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক আরও কীভাবে জোরদার করা যায়, তা নিয়ে আলোচনা করেছি।”

সোমবার (১৩ জানুয়ারি) বাংলাদেশে নিটওয়্যার সেক্টরের নারায়ণগঞ্জে দুটি রপ্তানিমুখী পোশাকশিল্পের প্রতিষ্ঠান পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের পোশাকশিল্পের বৈশ্বিক মান উন্নত করার প্রচেষ্টার প্রশংসা করে রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, “বাংলাদেশের পোশাকশিল্পে উন্নতির বিপুল সম্ভাবনা রয়েছে। ইইউর সঙ্গে অংশীদারিত্ব জোরদার হলে এই সেক্টর আরও এগিয়ে যাবে।”

জানা গেছে, সকাল ১১টায় তিনি মদনপুরে অবস্থিত ইপিলিয়ন গ্রুপ পরিদর্শন করেন তিনি। সেখানে তিনি কারখানার কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শ্রমিকদের কর্মপরিবেশ সম্পর্কে ধারণা নেন। পরে মেট্রো মিটিং অ্যান্ড ডাইং লি: পরিদর্শন করেন।
দুপুর সাড়ে ১২টায় তিনি বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর কার্যালয়ে যান। সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে আলোচনা করেন।

বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম রাষ্ট্রদূতকে বাংলাদেশের নিটওয়্যার শিল্পের মান, সক্ষমতা, এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা নিয়ে বিস্তারিত ধারণা দেন। তিনি বাংলাদেশি গার্মেন্টসশিল্পের টেকসই উন্নয়ন ও উৎপাদন প্রক্রিয়ার অগ্রগতির বিষয় তুলে ধরেন।

রাষ্ট্রদূতের সফরে তার সঙ্গে ছিলেন ইইউর বাংলাদেশ ডেলিগেশনের ট্রেড অ্যাডভাইজার আবু সাইদ বেলাল। উপস্থিত ছিলেন বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সহ-সভাপতি অমল পোদ্দার, সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল, সহ-সভাপতি মোহাম্মদ রাশেদ।

সোনারগাঁয়ে কৃষকের ফসলি জমি থেকে মাটি চুরির মহোৎসব

ডেস্ক রিপোর্ট

রাতের আঁধারে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্দা ও সিংলাব গ্রামের কৃষকের তিন ফসলি জমি পুকুর বানিয়ে ফেলছে মাটি সন্ত্রাসীরা। এই মাটি চলে যাচ্ছে স্থানীয় বিভিন্ন ইটভাটায়। এতে এ এলাকার কয়েকশ একর কৃষিজমি মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে। কৃষকরা প্রতিবাদ করলে বা বাধা দিতে গেলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। স্থানীয় প্রশাসনের কাছে গিয়েও তারা কোনো প্রতিকার পান না।

এই মাটি সন্ত্রাসের পেছনে রয়েছেন উপজেলা জাতীয় পার্টির নেতা আবুল বাশার বাবু, জামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা হামীম শিকদার শিপুল। ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর শিপলুর বিরুদ্ধে ছাত্র-জনতার ঘটনায় মামলা হয়। তার পরও তিনি আত্মগোপনে থেকে স্থানীয় কিছু বিএনপি নেতার সঙ্গে আঁতাত করে তার সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। জোর করে কৃষকের জমির মাটি কাটা নিয়ন্ত্রণ করছেন শিপলুর চাচাতো ভাই সালাম শিকদার ও বেয়াই স্থানীয় আওয়ামী লীগ নেতা কাজী রাসেল।

গত কয়েকদিন সরেজমিন সিংলাব গ্রামে দেখা গেছে, মাটি কেটে কৃষিজমিতে পুকুর বানিয়ে ফেলা হয়েছে। ট্রাক ও নছিমনে করে মাটি বিভিন্ন ইটভাটায় নেওয়া হচ্ছে। স্থানীয় কৃষক শাহিন মিয়া বলেন, ‘আওয়ামী লীগের সময় যারা নির্বিচারে জমির সব মাটি কেটে নিয়েছে, তারাই আবার এখন রাতের অন্ধকারে আমাদের চাষের জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে। অনেক জমি থেকে ১০ থেকে ১৫ ফুট গভীর করে মাটি কাটা হচ্ছে। এর প্রতিবাদ করলে কৃষকদের প্রাণনাশের হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা।’

এসব জমির মাটি প্রতি বিঘা ইটভাটায় দেড় থেকে ২ লাখ টাকায় বিক্রি করা হচ্ছে বলে জানান স্থানীয়রা। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট দপ্তরে মোটা অঙ্কের মাসোহারা দিয়েই আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা বছরের পর বছর মাটি কেটে নিয়ে যাচ্ছেন। এসব বিষয় জেনেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। কয়েকদিন ধরে বিএনপি নেতাদের ট্যাগ ব্যবহার করে আগের মতো মাটি কাটার উৎসব চলছে। ফলে কৃষিজমি বিলীন হয়ে পরিণত হচ্ছে জলাশয়ে।

পাকুন্দা গ্রামের কৃষক রমজান মিয়া বলেন, ‘কয়েক বছর ধরেই এলাকার প্রভাবশালী নেতারা রাতের আঁধারে কৃষিজমির মাটি চুরি করে নিয়ে যাচ্ছেন। ধানের মৌসুমে জমির মাটি কেটে নিয়ে গর্ত করে পুকুর বানিয়ে দিচ্ছে। স্থানীয় প্রশাসন এসব সন্ত্রাসীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় আমরাও আতঙ্কে আছি। তাই বর্তমান সরকারের কাছে আমরা এর প্রতিকার ও মাটি লুটের ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

অভিযোগের বিষয়ে কথা হয় জাতীয় পার্টির নেতা আবুল বাশার বাবুর সঙ্গে। তিনি নিজের সম্পৃক্ততা অস্বীকার করে পুরো দায় চাপান আওয়ামী লীগ নেতা ও জামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হামীম শিকদার শিপলুর বিরুদ্ধে। আবুল বাশার বলেন, ‘শিপলুর নেতৃত্বেই তার বেয়াই কাজী রাসেল ও তার চাচাতো ভাই ছাত্র আন্দোলনের একাধিক হত্যা মামলার আসামি সালাম শিকদারের নেতৃত্বে কৃষকের মাটি কাটা হচ্ছে।’ আবুল বাশার আরও বলেন, ‘আমি বিএনপির রাজনীতি করি। আমি এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত নই।’

অভিযুক্ত কাজী রাসেলও মাটি কাটার সঙ্গে জড়িত নন দাবি করে দোষ দিয়েছেন হামীম শিকদার শিপলুর চাচাতো ভাই সালাম শিকদারের। এ বিষয়ে অভিযুক্ত সালাম শিকদারের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়। খুদেবার্তা পাঠালেও তিনি কোনো উত্তর দেননি। আর সাবেক ইউপি চেয়ারম্যান হামীম শিকদার শিপলু পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জের সহকারী পরিচালক এ এইচ এম রাশেদ বলেন, ‘মাটি কাটার বিষয়টি আমাদের ডিসি স্যার দেখেন। এ বিষয়ে পদক্ষেপ নিতে হলে আমাদের জেলা প্রশাসকের অনুমতি লাগবে। তবে আমরা বিষয়টি তদন্ত করে দেখব।’

উপজেলা কাঁচপুর সার্কেল সহকারী কমিশনার (ভূমি) শেগুফতা মেহনাজ বলেন, ‘এখানে নতুন যোগদান করেছি। গণমাধ্যমকর্মীদের মাধ্যমে বিষয়টি অবগত হয়েছি। জড়িতদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান বলেন, ‘সঠিক তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, ‘কয়েক বছর ধরে মাটি কাটছে কি না, আমার জানা নেই। তবে গত সোমবার গোপন সূত্রে খবর পেয়ে আমাদের পুলিশ গিয়ে মাটি কাটার কাজ বন্ধ করে দিয়েছে এবং সেখান থেকে মাটি কাটায় ব্যবহৃত একটি এক্সক্যাভেটর জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। কৃষকরা লিখিতভাবে জানালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় দুই ছাত্রদল কর্মী নিহত

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। ১৩ জানুয়ারী সোমবার বিকেলে আদমজী ইপিজেডের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শুভ (২২) ও ইমন (২১)। তারা উভয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের মুজিববাগ এলাকার বাসিন্দা। হাসপাতালে নেওয়া অপরজনের নাম রবিন।

আটককৃত হলেন- ট্রাক চালক আনোয়ার হোসেন (৪০)। তিনি কুষ্টিয়ার বটতলী দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলযোগে তিন যুবক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা একটি অটোরিকশা ওভারটেক করার চেষ্টাকালে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে যান। তখন পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। অন্যজন গুরুতর আহত হয়েছেন।

নিহত দুইজন ছাত্রদলের কর্মী ছিলেন বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আন্দালিব রহমান মিরাজ। তিনি বলেন, ইমন আর শুভ ছাত্রদলের কর্মী ছিল। তারা আমার সঙ্গেই রাজনীতি করতো। তাদের এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা ট্রাকচালকের কঠোর শাস্তির দাবি জানাই।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, এই ঘটনায় লাশ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর আহত অপরজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ট্রাক চালকে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক সেই মতি ও তার ছেলে গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি ও তার ছেলে বাবুইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৩ জানুয়ারী সোমবার ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মতিউর রহমান মতি সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। ৫ আগস্টের পর তিনি নারায়ণগঞ্জ ছাড়েন। তার বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা রয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মাসুদ বলেন, নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলার আসামি মতিউর রহমান ও তার ছেলে মশিউর রহমান। আইনি প্রক্রিয়ার মাধ্যমে ওইসব মামলাতেও তাদের গ্রেপ্তার দেখানো হবে।

এর আগে একটি দুর্নীতি মামলায় কারাভোগ করেন মতি। দুদক সূত্রে জানা গেছে, মতিউর রহমান মতির বিরুদ্ধে ৬ কোটি ১ লাখ ৭২ হাজার ২৬৫ টাকার সম্পদের তথ্য গোপনসহ ১০ কোটি ৮৬ লাখ ৫ হাজার ৬৩৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় ওই মামলায়।

এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাংকে ৮২ কোটি ৫১ লাখ ৪২৪ টাকা জমা করে তার থেকে ৭৪ কোটি ১৩ লাখ ৮৮ হাজার ৬৮৯ টাকা উত্তোলন করে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অবস্থান গোপন করারও অভিযোগ আনা হয়।

ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জের কথা জানালেন নির্বাচন কমিশন

সান নারায়ণগঞ্জ

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ‘ভোটার নিবন্ধন প্রক্রিয়ার চ্যালেঞ্জ একটাই। সেটা হলো মনকে ঠিক করা। উদ্দেশ্য মহৎ থাকলে চ্যালেঞ্জ কোনো কিছু না। স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন ১৮ কোটি মানুষের আমানত। আর এই আমানত রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের।’

১৩ জানুয়ারী সোমবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, তাদের দেশপ্রেম কমিটমেন্ট দেখে আমরা অভিভূত। তারা নির্ভেজাল গণতন্ত্র চায়।’

নারায়ণগঞ্জ জেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের বৈশিষ্ট্য ভিন্নরকম। এখানে সব ধরনের লোক রয়েছে। ভালো ঐতিহ্য যেমন রয়েছে, তেমনি খারাপ ঐতিহ্যও রয়েছে।’

তিনি আরও বলেন, ‘মানসিক শক্তি সৎ উদ্দেশ্য সিনসিয়ারিটি থাকলে নির্ভেজাল ভোটার লিস্ট করা সম্ভব। ভুল এমনি এমনি হয় না। এর জন্য কেউ না কেউ দায়ী। এনআইডি নিয়ে বিগত দিনে অনেক বদনাম আছে। তাই আমাদের সতর্কতার সঙ্গে নির্ভুল ভোটার লিস্ট করতে হবে। জাতিকে ভালো এবং নির্ভেজাল ভোটার তালিকা উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।’

ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- এনআইডি মহাপরিচালক হুমায়ুন কবির, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব আলী নেওয়াজ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হক, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার প্রমুখ।

নারায়ণগঞ্জে নবায়নযোগ্য শক্তির প্রচারে ক্যাম্পেইন

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে নতুন বছরের শুরুতে নবায়নযোগ্য শক্তির স্বপ্ন: ইএসএডিএস, ক্লিন ও বিডাব্লিউজিইডি এর আয়োজনে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগের আহ্বানে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মোগড়াপাড়া চৌরাস্তা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ জানুয়ারী সোমবার সকালে নারায়ণগঞ্জে নবায়নযোগ্য শক্তির প্রচারে একটি ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে। ইএসএডিএস, ক্লিন ও বিডাব্লিউজিইডি এর যৌথ উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পেইনে “We Have a Dream: More Fund in Renewable Energy” এই থিমটি নিয়ে সারা দেশে একটি নতুন চিন্তার সূচনা হয়েছে।

ক্যাম্পেইনে বিভিন্ন নবায়নযোগ্য শক্তি উৎস, যেমন সৌরশক্তি, বায়ুশক্তির সম্ভাবনা তুলে ধরা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, বাংলাদেশের মতো একটি দেশের জন্য নবায়নযোগ্য শক্তিই হবে ভবিষ্যতের শক্তির উৎস। এই ক্যাম্পেইনের মাধ্যমে সরকার ও বেসরকারি খাতকে নবায়নযোগ্য শক্তি খাতে আরো বেশি বিনিয়োগের জন্য অনুরোধ জানানো হয়েছে।
ইএসএডিএসের চেয়ারম্যান বলেন, “নবায়নযোগ্য শক্তি আমাদের পরিবেশ রক্ষা করবে এবং দেশের অর্থনীতির বিকাশ ঘটাবে। আমরা আশা করি এই ক্যাম্পেইনের মাধ্যমে সরকার ও বেসরকারি খাত নবায়নযোগ্য শক্তি খাতে আরো বেশি মনোযোগ দেবে।”

এই সময় উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, মহাসচিব মীযানুর রহমান,মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আবু জাহের মেম্বার,প্রতিবন্ধী শিশু ও যুব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মহিন সরদার,এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, অভিনেতা বোরহান বকুল প্রমুখ।

ক্যাম্পেইনে সুশীল সমাজ ও পরিবেশকর্মীরা অংশগ্রহণ করে। তারা নবায়নযোগ্য শক্তির গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে।

জামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দুলুর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের সফল চেয়ারম্যান ইব্রাহীম ভূঁইয়া দুলু ৩৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৩ জানুয়ারী সোমবার বাদ জোহর ইব্রাহিম ভূঁইয়া দুলু স্মৃতি সংসদের উদ্যোগে নিজ বাসভবনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময়ে কোরআন খতম শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

এ সময়ে দোয়ার মাহফিলে অতিথি উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফহেত মোহাম্মদ রেজা রিপন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদর থানার বিএনপির নেতা নাজমুল হাসান।

এ ছাড়াও উপস্থিত ছিলেন মহানগরীর ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজ্বী আব্দুল লতিফ মেম্বার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন আমির, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকরাম আজাদ মিল্টন, ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজ্বী মুকুল ভুইয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক মতিউর রহমান, সহ- সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া নান্টু, যুগ্ম সম্পাদক শাহাআলম হোসেন, সোনারগাঁও থানা যুবদলের সাবেক সহ-সভাপতি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুল মোমেন বাবুল, সোনারগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম আহমেদ, ফয়সাল ভুইয়া রিপন, সদস্য কামাল ভূঁইয়া, সোনারগাঁ থানা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, জামপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আবু সাইদ, জামপুর ইউনিয়ন জাসাস সভাপতি আলমগীর হোসেন,সিনিয়র সহসভাপতি সোলাইমান ইউনিয়ন বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক আবজাল হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য লুৎফর রহমান, ৭নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি শিমুল, ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ফজলুল হক ভুঁইয়া, দপ্তর সম্পাদক সেলিম মিয়া, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক লুৎফর রহমান, ইউনিয়ন বিএনপি নেতা মামুন আব্দুল্লাহ, স্বেচ্ছাসেবক দল নেতা সজীব ভুইয়া, রুবেল, শহিদুল্লাহ,মাসুম, রুকন, জয়নাল আবেদীন, সেলিম মিয়া, রুবেল মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ