সমস্ত ধর্মে পৃথিবীর সকল মানুষের শান্তি ও মঙ্গলের কথা বলা হয়েছে: এসপি

সান নারায়ণগঞ্জ

শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭তম আবির্ভাব-বর্ষ-স্মরণ ও সৎসঙ্গ নিবন্ধন শতবার্ষিকী মহোৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ জানুয়ারী শনিবার বিকেলে নগরীর পালপাড়া শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ মন্দিরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

এসময় পুলিশ সুপার বলেন, আপনার মনের ভেতর যা আছে তাই ধর্ম। সকলের মনের ভেতর স্রস্টার প্রদত্ত দয়া, ভালোবাসা ও শ্রদ্ধাই হল পরম ধর্ম। কোন ধর্মই কারো একার কথা বলেনি, সমস্ত ধর্মে পৃথিবীর সকল মানুষের শান্তি ও মঙ্গলের কথা বলা হয়েছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ও রামচন্দ্র’র আবির্ভাব হওয়া এ পৃথিবীতে শান্তির বার্তা ও মানুষের মঙ্গলের জন্য হয়েছে। আমি সকল ধর্মের সকল ধর্ম জাতকদের শ্রদ্ধা করি। কারন, তারা মানুষকে সৎ পথে চলতে উৎসাহিত করেন। আমি প্রশাসনের লোক, আইন শৃঙ্খলা রক্ষা করা আমার কাজ। আপনাদের সকল সুবিধা অসুবিধা আমাকে জানাবেন। আমি অবশ্যই ব্যবস্থা নেবো।

শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭তম আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসবে পাবনা কেন্দ্রীয় আশ্রমের নেতা শ্রী হরিপদ মজুমদার এর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সৎসঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন সাধারণ সম্পাদক ও পিএইচডি গবেষক শ্রী মাদল দেব বর্মন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির আহম্মেদ, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭তম আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব উদযাপন কমিটির আহ্বায়ক শ্রী প্রদীপ দে (অধ্বর্য্যু), মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস, যুগ্ন সাধারণ সম্পাদক শংকর রায়, সাংগঠনিক সম্পাদক কৃঞ্চ আচার্য, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শ্রী শ্যামল কর, সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ সাহা (অধ্বর্য্যু), ১৩৭তম আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব উদযাপন কমিটির সদস্য সচিব শ্রী হরিপদ পাল ও সদস্য সচিব শ্রী নিতাই রায় সহ কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ।

সোনারগাঁও জাদুঘরে মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উদ্ভট পরিস্থিতি সামাল দিলেন মান্নান

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) এ মাসব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানের মাঝখানে বিশৃঙ্খলার সৃষ্টি হলে পরিস্থিতি সামাল দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। একই সময়ে পরিস্থিতি সামাল দিতে সহযোগীতা করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান।

১৮ জানুয়ারী শনিবার বিকেলে সোনারগাঁ জাদুঘরে মাঝব্যাপী লোকজ উৎসব ও কারুশিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী।

ওই অনুষ্ঠানে উপজেলার বিশিষ্টজনদের নাম ঘোষণা করা হয়নি। একই সঙ্গে উপজেলা বিএনপি ও বাংলাদেশ জামায়েত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়নি। এ নিয়ে সাধারণ নেতাকর্মী ও উপস্থিত জনতার মাঝে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আগত নেতাকর্মী ও সাধারণ মানুষ অনুষ্ঠানস্থল ত্যাগ করতে উদ্যত্ত হোন।

দর্শক সারিতে বসা প্রায় সকলেই অনুষ্ঠান ত্যাগ করতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় আজহারুল ইসলাম মান্নানের হস্তক্ষেপে আগত নেতাকর্মী ও সাধারণ জনতা দর্শক সারিতে আবারো বসেন। ওই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাও সকলকে বসার আহ্বান জানান। পরে বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ অনুষ্ঠানের দর্শক সারিতে বসেন এবং সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ আজহারুল ইসলাম মান্নানকে ধন্যবাদ জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, ঢাকা রিজিওনের টুরিস্ট পুলিশ সুপার মো. নাইমুল হক, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান।

সাংস্কৃতিকভাবে বাংলাদেশকে আর দুইভাগ করা যাবেনা: উপদেষ্টা ফারুকী

সান নারায়ণগঞ্জ

সাংস্কৃতিকভাবে বাংলাদেশকে আর দুই ভাগ করা যাবে না বলে মন্তব্য করেছেন সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, গত ১৬ বছরের বিএনপি- জামাতের যারা গুম হয়েছে তাদের বিষয়ে মেইন স্ট্রিম মিডিয়া কথা বলতো না। এর কারণ হলো তাঁদের অপরায়ণ করা হয়েছে। যারা বাংলাদেশের সংস্কৃতি বিশ্বাস করে না তারা ভালো না, তারা আমাদের লোক না- এই সাংস্কৃতিক বিরোধ আমরা যদি মেটাতে না পারি তাহলে বাংলাদেশের রাজনৈতিক বিরোধ মিটবে না। বাংলাদেশের মানুষ এটা বুঝতে শুরু করেছে সাংস্কৃতিক ভাবে বাংলাদেশকে আর দুই ভাগ করা যাবে না । এটা অত্যন্ত বিপদজনক খেলা। এই খেলায় বা এই ফাঁদে বাংলাদেশের মানুষ আর পা দেবে না।

১৮ জানুয়ারী শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ জাদুঘরে মাঝব্যাপী লোকজ উৎসব ও কারুশিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

জাতিকে দুই ভাগ করার বিষয়ে তিনি বলেন, বাঙালি জাতীয়তাবাদের নামে একটা জিনিসকে আমাদের সামনে এমনভাবে হাজির করা হয়েছে, যেটা দিয়ে আমরা জাতিকে দুই ভাগ করেছি। এই দুই ভাগ করার ফলে জাতির ভিতরে ক্ষোভ তৈরি হয়েছে। তার বহিঃপ্রকাশ হয়েছে এই ৩৬ এর জুলাই। জুলাই মাসে এত বড় অভ্যর্থন হয়েছে এটা কিন্তু একদিন দুই দিনের ঘটনা না। বিগত ১৬ বছরের পুঞ্জিভিত ক্ষোভ থেকে এটা হয়েছে।

বাংলাদেশকে ভাগ করার বিষয়ে তিনি বলেন, আপনারা কি কখনো দেখেছেন সাংস্কৃতিক মন্ত্রণালয় সেহেরী উৎসব কিংবা বৌদ্ধ পূর্ণিমা নিয়ে উৎসব করেছে, করেনি। এটা কেন করেনি। এটার পিছনে বাংলাদেশকে ভাগ করার খেলাটা রয়েছে। আমাদেরকে বোঝানো হয়েছে যা কিছু ধর্মীয় তার সাথে সংস্কৃতির কোন যোগাযোগ নেই। যেটা একেবারে অ্যাবসার্ট। সংস্কৃতির একটা বড় উপাদান ধর্ম, সেটা যে যার ধর্ম হোক। এটা সংস্কৃতির উপাদান না, এটা বলার মাধ্যমে একটা বড় অংশের জনগণ আমাদের কাছ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

পতিত ফ্যাসিস্ট পাশের দেশে বসে ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট আমাদের পাশের দেশে লুকিয়ে আছে। সেখান থেকে তারা নানা রকম ষড়যন্ত্র করছে। মন্দিরা হামলার যে ষড়যন্ত্র তারা করেছিল তা সফল হয়নি আপনারা সবাই মিলে পাহারা দেয়ার কারণে। এই চক্রান্ত এখনও তারা চালাচ্ছে। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা একটু সজাগ থাকবেন। তাহলে ওরা এই চক্রান্তে সফল হতে পারবে না।

চক্রান্তের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশের আনাচে কানাচে যে বাউল শিল্পীরা আছেন, ওনাদের অনুষ্ঠান নিয়ে এক ধরণের লোকজন কিছু প্রোপাগান্ডা করার চেষ্টা করছে। আপনারা একটু সজাগ থাকবেন, হিন্দু ভাইদের উপর হামলার যে কাল্পনিক প্রোপাগান্ডা তৈরি করেছিল পার্শ্ববর্তী দেশের মিডিয়া সেটা যেমন আপনারা রুখে দিয়েছেন। আশা করি আপনারা সবাই মিলে এই চক্রান্তও রুখে দেবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, ঢাকা রিজিওনের টুরিস্ট পুলিশ সুপার মো. নাইমুল হক, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান।

ডিবি প্রধান সেই হারুনকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন ডা. সাবরিনা

সান নারায়ণগঞ্জ

বন্দিনী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. সাবরিনা হুসেন মিষ্টি বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। ওই সময় করোনা মোকাবেলায় বিগত সরকারের বেশ কিছু ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠছিল, তখন জনসাধারণের ফোকাস সরিয়ে নেওয়ার জন্য বিনা কারণে আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর পুরো কাজটি করেছে সাবেক ডিবি প্রধান হারুন। অথচ এই মামলায় আমি কোন এজাহারের আসামি ছিলাম না। আমি কোন মূল আসামি না। আমার সাথে এই মামলার কোন সম্পৃক্ততা ছিলনা। তাছাড়া যেই প্রতিষ্টানের বিরুদ্ধে মামলাটি হয়েছে সেই প্রতিষ্ঠানেরও কোন কিছুতে আমি জড়িত ছিলাম না।

১৮ জানুয়ারী শনিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে বন্দিনী ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে অংশগ্রহণ করে সাংবাদকিদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাবেক ডিবি প্রধান হারুন সম্পর্কে বিষ্ফোরক তথ্য দিয়ে তিনি বলেন, আমার মামলার সময়ে সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ তেজগাঁও জোনের ডিসি ছিলেন। আমাকেও তেজগাঁও থানার একটি মামলায় সম্পৃক্ত করা হয়। পরে তিনি আমাকে আনঅফিসিয়ালী ফোন করে ব্যক্তিগতভাবে সেখানে যেতে বলেন। এরপর একাধিকবার ফোন করে আমাকে যেতে বলে। তবে ওনার কি উদ্দেশ্য ছিল তা জানা নেই। পরবর্তীতে আমাকে যখন তেজগাঁও থানায় ডেকে নেওয়া হলো সেবার তার সাথে দেখা হলে তিনি আমাকে প্রশ্ন করেন কোন মেডিক্যাল কলেজ ও কত তম বিসিএস? এই দুটো প্রশ্ন করে তিনি আমাকে গ্রেফতার করলেন। কিন্তু গণমাধ্যমে নানা কিছু বলে নাটক সাজিয়ে তিনি আমাকে গ্রেফতার দেখান।

নাটক সাজিয়ে মামলায় ফাঁসানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিগত আওয়মাী লীগ সরকার আমলে তৎকালীন ডিবি প্রধান হারুন পরিকল্পনা অনুযায়ী নাটক সাজাতে ও নাটক পছন্দ করতেন। সেটা সরকারের কোন পদক্ষেপ বাস্তবায়ন কিংবা তার নিজের কোন ব্যক্তিগত ইসুতে হোকনা কেন। আমার ক্ষেত্রেও পুরোটা এমনই হয়েছে, রাজনৈতিক কারণে তিনি নাটক সাজিয়ে আমাকে ডেকে নিয়ে গ্রেফতার দেখিয়েছেন। আমি মনে করি, এটা পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি মামলা।

তার বিরুদ্ধে করা মামলা প্রসঙ্গে তিনি বলেন, আমার মামলার ৪৩ জন সাক্ষীর মধ্যে একজনও বলেনি আমি তাদের কাছ থেকে টাকা নিয়েছি বা কোন কিছুতে সই করেছে। সাক্ষীদের সকলের একটাই বক্তব্য, তারা বিভিন্ন মিডিয়ায় আমার সম্পর্কে জানতে পেরেছেন আমি ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইত্যাদি ইত্যাদি। আর তৎকালীন সময়ে মিডিয়াতে সেটাই দেখানো হয়েছে যা সাবেক ডিবি প্রধান হারুন চেয়েছেন। এটা আমার সাথে ভীষণভাবে অন্যায় করা হয়েছে।

ফ্রি মেডিক্যাল ক্যাম্প উপলক্ষ্যে আলোচনা সভায় বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির ত্রাণ ও পুনর্বাসন সচিব ও দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি সেলিম আহমেদ ডালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, উদ্বোধক হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাসুম রানা, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান এম ইব্রাহীম পাটোয়ারী, দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার আল আমিন তুষার, সোনারগাঁ থানা বিএনপির সহ সাধারণ সম্পাদক শহিদ সরকার, সার্বিক তত্ত্বাবধায়নে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সোনরগাঁ প্রতিনিধি মাজহারুল ইসলাম সহ প্রমুখ।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আওতায় দুই শতাধিক রোগীকে ডা. সাবরিনা বিনামূল্যে চিকিৎসা সেবা দেন। এ সময় বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

সংস্কৃতি মন্ত্রনালয়ের উপদেষ্টাকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মান্নান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

১৮ জানুয়ারী শনিবার সোনারগাঁও উপজেলায় অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের মাসব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। ওই সময় আজহারুল ইসলাম মান্নান তার হাতে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান।

এ সময় তার সঙ্গে ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার সহ নেতাকর্মীরা।

আইনজীবীদের অংশগ্রহণে সেক্রেটারী কাপ ব্যাটমিন্টন টুর্নামেন্ট সোমবার উদ্বোধন

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধানের সার্বিক তত্ত্বাবধানে ও আয়োজনে আইনজীবীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেক্রেটারী কাপ ব্যাটমিন্টন (ডাবল) টুর্নামেন্ট-২০২৫। ২০ জানুয়ারী সোমবার সন্ধ্যা ৬টায় জেলা আইনজীবী সমিতির সংলগ্ন মাঠে উদ্বোধনী খেলার মাধ্যমে টুর্নামেন্ট উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করবেন জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: রবিউল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ আল মাসুম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: হায়দার আলী।

এ ছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী ভুঁইয়া, জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন, জেলা আদালতের জিপি অ্যাডভোকেট খন্দকার আবুল কালাম আজাদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা ও দায়রা জজ মো: আবু শামীম আজাদ।

টুর্নামেন্টের আয়োজনে পরিচালনায় ও সহযোগীতায় আছেন জেলা আইনজীবী সমিতির ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল প্রধান এবং সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসমা হেলেন বিথি।

টুর্নামেন্টে বিজয়ী টিমকে ৩২ ইঞ্চি স্মার্ট টিভি ও রানার আপ টিমকে ২৮ ইঞ্চি স্মার্ট টিভি পুরস্কৃত করা হবে।

শীতবস্ত্র বিতরণে ‘দুস্থ’ শব্দটি ব্যবহার না করতে রাজীবের অনুরোধ

সান নারায়ণগঞ্জ

গরীব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কিংবা ত্রাণ সামগ্রী বিতরণ অথবা গরীব মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসার বিষয়ে তাদেরকে দুস্থ আখ্যায়িত করাটা সমুচিন মনে করছেন না জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।

জানাগেছে, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের উদ্যোগে ফতুল্লা থানাধীন কাশীপুরে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

ফতুল্লা থানার কাশীপুর ইউনিয়নের ঢালীবাড়ী এলাকায় ১৭ জানুয়ারী শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।

প্রধান অতিথির বক্তব্যে মাসুকুল ইসলাম রাজীব বলেন, “বিএনপি মানুষের প্রয়োজনে কাজ করে। আমরা কোনো মানুষকে দুস্থ মনে করি না। আমরা মনে করি, বাংলাদেশের মানুষ সবাই সমান। অতএব, এখানে মানুষ হিসেবে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ভবিষ্যতে কখনো এ ধরনের অনুষ্ঠান আয়োজন করলে ‘দুস্থ’ শব্দটি ব্যবহার করবেন না, কারণ আল্লাহ-তায়ালাও এটি পছন্দ করেন না, আমরাও পছন্দ করি না।”

তিনি আরও বলেন, “আমরা জানি কাশীপুরের মাটি বিএনপির ঘাটি। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে কাশীপুরে উন্নয়ন কর্মকাণ্ড চালানো হবে।”

এ সময়, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে প্রায় শতাধিক শীতার্ত নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম টিটু ঢালী’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা মুজিবুর রহমান।

এছাড়াও ফতুল্লা থানা বিএনপির সাবেক সমাজ কল্যাণ সম্পাদক মো. আরাফাত আলম জিতু, কাশীপুর ইউনিয়ন বিএনপি নেতা মো. আমিরুল ইসলাম, জাতীয়তাবাদী প্রজন্ম দলের কাশীপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন, কাশীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক মেম্বার মো. দেলোয়ার হোসেন, কাশীপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, কাশীপুর ইউনিয়ন যুবদল নেতা মো. আতাউর রহমান শামীম, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শওকত আলী, ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আসলাম, কাশীপুর ইউনিয়ন মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতা মো. আলমগীর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফতুল্লা-সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসা ও কিশোর গ্যাং সৃষ্টি করেছে শামীম ওসমান: রিয়াদ চৌধুরী

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেছেন, “বিগত স্বৈরাচারী সরকার রাষ্ট্রীয়ভাবে মাদককে পৃষ্ঠপোষকতা করেছে এবং সন্ত্রাসী শামীম ওসমান নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচয় করিয়েছে।

১৭ জানুয়ারী শুক্রবার বিকালে ফতুল্লা রেল স্টেশন দাপা আদর্শ স্কুল সংলগ্ন মাঠে ‘৩১ দফা রাষ্ট্রকাঠামো বাস্তবায়নে’ ফতুল্লা থানা তাঁতীদলের সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, “ফতুল্লার সবচেয়ে ভদ্র ও গ্রহণযোগ্য এলাকা এটি, কিন্তু কিছু অশান্তিপূর্ণ পরিবারের ব্যক্তিরা এই এলাকার স্বাভাবিক জীবন-যাপনকে ধ্বংস করেছে। এর মূল কারণ মাদক এবং কিশোর গ্যাং। মাদক শুধু এই এলাকার জন্য নয়, বরং এটি একটি রাষ্ট্রীয় সমস্যা। বিগত সরকার মাদককে পৃষ্ঠপোষকতা করেছে। শামীম ওসমান এমপি থাকাকালীন সময়ে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসা এবং কিশোর গ্যাংয়ের সংখ্যা বেড়ে গিয়েছিল।”

ফতুল্লার দাপা এলাকার কথা উল্লেখ করে তিনি বলেন, “এখানে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে। আগে এটা স্কুলের সামনে হতো, এখন একটু দূরে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে। ৫ আগস্টের পরে প্রশাসনে অবকাঠামো পুনরুদ্ধার হয়নি, ফলে মাদক ব্যবসার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সম্ভব হচ্ছে না। তাই আমি স্থানীয় নেতৃবৃন্দ, মুরুব্বিদের এবং প্রশাসনকে মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

রিয়াদ চৌধুরী বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্রকাঠামো কার্যক্রম শুরু করেছেন, যার মূল লক্ষ্য সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নয়ন করা। জনগণ যেন স্বাভাবিকভাবে সমাজে চলতে পারে, সেই লক্ষ্যে কাজ করা হবে। আগামী নির্বাচনে যাতে জনহণের কাছে ভোট চাইতে না হয়, তাই আমাদের কার্যক্রম জনগণের কাছে গ্রহণযোগ্য হওয়া উচিত।”

এ সময় ফতুল্লা থানা তাঁতীদলের সভাপতি হাজী ইউনুস মাষ্টারের সভাপতিত্বে ও ফতুল্লা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদ মাসুমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো. মুসলিম আহমেদ, জেলা ছাত্রদলের সহ সভাপতি মো. সাগর সিদ্দিকি, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মো. জুয়েল আরমান, ফতুল্লা থানা শ্রমিকদলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারী প্রমুখ।

এসময় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সোনারগাঁও পৌরসভায় আ’লীগ-জাতীয়পার্টিবিহীন নির্বাচনী আলোচনায় বিএনপি

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

আওয়ামীলীগ সরকার আমলেই ২০২১ সালের পর থেকে সীমানা সংক্রান্ত জটিলতা মামলায় আটকে আছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও পৌরসভা নির্বাচনটি। বর্তমান পরিস্থিতি আর নির্বাচনী পরিবেশও নেই। এবার আওয়ামীলীগ ও জাতীয় পার্টি ছাড়া খালি মাঠে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। যদি দলীয় প্রতীকে নির্বাচন হয় তাহলে দলের ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপির বেশকজন নেতা। দলীয় প্রতীকে নির্বাচন না হলে বিএনপির একাধিক নেতাকে প্রার্থী হিসেবে দেখা যেতে পারে। আওয়ামীলীগ কিংবা জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হলে একক দাপট নিয়ে মেয়র হতে পারে বিএনপির কেউ। যদিও জাতীয় পার্টির এমপি থাকাকালীন সময়ে এখানে জাতীয় পার্টির দাপট থাকলেও বর্তমানে জাতীয় পার্টির এখানে অস্তিত্ব খুজে পাওয়া কঠিন।

স্থানীয়রা জানিয়েছেন, গত ৫ আগস্টের পর সোনারগাঁও পৌরসভা নির্বাচন নিয়ে স্বপ্ন দেখছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। যার যার পছন্দের সম্ভাব্য প্রার্থীর পক্ষে ব্যানার ফ্যাস্টুন সাটিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন বেশ। তবে সোনারগাঁও পৌরসভা নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে কোনো প্রার্থীই এখনো সরাসরি নির্বাচনের ঘোষণা দেননি। যেখানে কর্মী সমর্থকদের মাঝে নেতাদের নিয়ে চলছে জোর আলোচনা ও প্রচার প্রচারণা। একাধিকবার নির্বাচনের সম্ভাবনা জাগলেও নির্বাচন হয়ে ওঠেনি এখানে।

গত জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে তৎকালীন স্থানীয় জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা তার সহধর্মিনী ডালিয়া লিয়াকতকে নিয়ে মাঠে নেমেছিলেন। মেয়র পদে বেশ জোরালো প্রচার প্রচারণাও চালান ডালিয়া লিয়াকত। কৌশলে তৎকালীন মেয়র সাদেকুর রহমানের সমর্থনও আদায় করে নেন ডালিয়া। নিজেকে নাগরিক কমিটির প্রার্থী হিসেবেও ঘোষণা দেন ডালিয়া। ডালিয়াকে নির্বাচনে নামিয়ে বিএনপি ও জাতীয়পার্টির অনেক নেতাকর্মীদের সমাগমও ঘটনা এমপি খোকা।

এমন পরিস্থিতিতে আওয়ামীলীগের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশা নিয়ে নির্বাচনী মাঠে নামেন উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এটি ফজলে রাব্বী, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মজিবুর রহমান, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছগির আহমেদ, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওসমান গনি। এদের মধ্যে প্রথমে ছগির আহমেদকে নিযে নির্বাচনী মাঠে নেমেছিলেন ব্যবসায়ী নেতা ফেরদৌস ভুঁইয়া মামুন। এ নিয়ে এমপি খোকার সঙ্গে তার বিরোধও সৃষ্টি হয়। পরবর্তীতে আলোচনায় আসেন মামুন ভুঁইয়া ছগিরকে সমর্থন করবেন না। তিনি তার ভাই ফারুক ভূঁইয়া অথবা মোস্তাক আহমেদকে নির্বাচনে নামাবেন।

উপরোক্ত নেতাদের মধ্যে ২০১১ সালে আওয়ামীলীগের সমর্থন নিয়ে গাজী মজিবুর রহমান, ২০১৬ সালের নির্বাচনে নৌকা প্রতীকে ফজলে রাব্বী মেয়র পদে পরাজিত হোন। দুটি নির্বাচনেই জয়ী হোন সাদেকুর রহমান। ২০১১ সালে সাদেকুর রহমানকে বিএনপি সমর্থন দেয় এবং ২০১৬ সালের নির্বাচনে সাদেকুর রহমানকে এমপি শামীম ওসমান ও এমপি খোকা প্রকাশ্যে সমর্থন দেন। ওই নির্বাচনে এমপি নজরুল ইসলাম বাবু তার ভগ্নিপতি ফজলে রাব্বীর পক্ষে নৌকা প্রতীক আনতে কাজ করেন। তার সঙ্গে কাজ করেন সাবেক এমপি কায়সার হাসনাতও। কিন্তু শেষতক শামীম ওসমান ও খোকার সমর্থিত প্রার্থী সাদেক বিজয়ী হোন।

২০২১ সালের পর থেকে নির্বাচন স্থগিত হওয়া থাকা সোনারগাঁও পৌরসভা নিয়ে গত ৫ আগস্টের পর থেকে নতুন করে স্বপ্ন দেখছেন বিএনপির নেতাকর্মীরা। যে কোনো সময় নির্বাচন হলেই বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করবে এমনটা আচ করতে পারছেন স্থানীয়রা। নির্বাচন নিয়ে মেয়র পদে প্রার্থীতা নিয়ে আলোচনায় আছেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ‍যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম চয়ন, জেলা আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সাদ্দাম হোসেন, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার ও পৌর বিএনপি নেতা শফিকুল ইসলাম নয়ন।

যদিও এদের মধ্যে মোশারফ হোসেন বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। বিগত আওয়ামীলীগ আমলেও মোশারফ হোসেনের সঙ্গে প্রার্থীর বিষয়ে আলোচনায় ছিলেন সাদ্দাম হোসেন, রুমা আক্তার ও শফিকুল ইসলাম নয়নের নাম। অতীতে রাজপথের সক্রিয় রাজনীতিতে ছিলেন না নয়ন। দেশে আলোচনায় এখন জাতীয় নির্বাচন নাকি তার আগে স্থানীয় নির্বাচন। নির্বাচনের সংস্কার কমিশন জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ করেছে। সেই প্রস্তুতিতে বিএনপিও নিয়ে রেখেছে।

আড়াইহাজারে তারুণ্যে মেলা ২০২৫ উদযাপিত

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে উজান গোবিন্দী বিনাইরচর উচ্চ বিদ্যালয়ে ৩ দিন ব্যাপী তারুণ্য মেলা উদযাপিত হয়েছে।ওই স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার-উজ্জামান খাঁন তারুণ্য মেলা উদ্বোধন করেন।

অত্র বিদ্যালয়ে ১৩-১৫ জানুয়ারী পর্যন্ত এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এ স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ বুধবার শেষ হয়েছে। ওই মেলায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিভিন্ন পণ্য প্রদর্শন করে এবং তা সুলভ মূল্যে বিক্রি করে।

অত্র স্কুলের শিক্ষক ছাইদুল হাসান ভূঁইয়া জানান, আমাদের এই তারুণ্য মেলায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তারা উল্লাসিত হয়েছে। শিক্ষার্থীরা জানান প্রতিবছর এমন তারুণ্য মেলা আয়োজন করা হলে আমাদের যে উদ্ভাবনী প্রতিভা তা সঠিকভাবে প্রকাশ করতে পারবো।

সর্বশেষ সংবাদ