আড়াইহাজারে তারুণ্যে মেলা ২০২৫ উদযাপিত

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে উজান গোবিন্দী বিনাইরচর উচ্চ বিদ্যালয়ে ৩ দিন ব্যাপী তারুণ্য মেলা উদযাপিত হয়েছে।ওই স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার-উজ্জামান খাঁন তারুণ্য মেলা উদ্বোধন করেন।

অত্র বিদ্যালয়ে ১৩-১৫ জানুয়ারী পর্যন্ত এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এ স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ বুধবার শেষ হয়েছে। ওই মেলায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিভিন্ন পণ্য প্রদর্শন করে এবং তা সুলভ মূল্যে বিক্রি করে।

অত্র স্কুলের শিক্ষক ছাইদুল হাসান ভূঁইয়া জানান, আমাদের এই তারুণ্য মেলায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তারা উল্লাসিত হয়েছে। শিক্ষার্থীরা জানান প্রতিবছর এমন তারুণ্য মেলা আয়োজন করা হলে আমাদের যে উদ্ভাবনী প্রতিভা তা সঠিকভাবে প্রকাশ করতে পারবো।

নারায়ণগঞ্জে কোনো গডফাদার তৈরি হতে দেওয়া হবে না: অধ্যাপক মামুন

সান নারায়ণগঞ্জ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, “নারায়ণগঞ্জে কোনো গডফাদার তৈরি হতে দেওয়া হবে না। সন্ত্রাসী রাজনীতির দিন শেষ। নারায়ণগঞ্জকে নতুন রূপে সাজাতে হবে। সাত ও পাঁচ হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে যে নারায়ণগঞ্জকে কলঙ্কিত করা হয়েছে, সেই নারায়ণগঞ্জকে কলঙ্কমুক্ত করতে হবে।

১৫ জানুয়ারী বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জের ৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গোদনাইলে আয়োজিত আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মামুন মাহমুদ বলেন, “তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আন্দোলন শুরু হয়েছে। স্বাধীনতার যে সূর্য কব্জা করে রাখা হয়েছিল, তা আবার উদিত হয়েছে। বহু আত্মত্যাগ ও সংগ্রামের পর সেই সূর্য আমাদের আলো দিচ্ছে।”

তিনি আরও বলেন, “খেলা হবে বলে যারা ভয় দেখাত, তারা আসলে খেলার ময়দানে নামার সাহস পায়নি। বরং পালিয়ে গেছে।”

মামুন মাহমুদ অভিযোগ করেন, সরকার নারায়ণগঞ্জ থেকে সবচেয়ে বেশি রাজস্ব পেলেও সে হারে উন্নয়ন হয়নি। স্বাধীনতার পর থেকে নারায়ণগঞ্জে যারা এমপি-মন্ত্রী হয়েছেন, তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন।

তিনি বলেন, “জনগণের সেবক না হয়ে যদি জনপ্রতিনিধিরা জনগণের আতঙ্কের কারণ হয়, তাহলে সেই জনপ্রতিনিধিদের বর্জন করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমন ব্যক্তিকে নির্বাচিত করতে হবে, যিনি সৎ, নিষ্ঠাবান ও জনগণের পাশে থাকবেন। চাঁদাবাজি, ভূমিদস্যুতা বা জনগণের ওপর জুলুম করবেন না।”

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মো. শামসুদ্দিন শেখ, ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাসুম প্রধান, নজরুল ইসলাম বাবুল, রিয়াজুল ইসলাম রিয়াজ, মোসলেহা কামাল, আক্তারুজ্জামান মৃধা, সিফাতুর রহমান রাজু প্রমুখ।

সোনারগাঁয়ে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা শুরু ১৮ জানুয়ারি

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৮ জানুয়ারি শুরু হচ্ছে মাসব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে এ মেলা অনুষ্ঠিত হবে।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে মেলা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম এ তথ্য জানান।

আবহমান গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিবছরই মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব আয়োজন করে।

ফাউন্ডেশনের লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান, জেলা অতিরিক্ত পুলিশ সুপার খ-সার্কেল আসিফ ইমাম, ফাউন্ডেশনের উপপরিচালক আবুল কালাম আজাদ, ট্যুরিস্ট পুলিশের ওসি দেলোয়ার হোসেন, সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এবং ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

দেশীয় সংস্কৃতির পুনরুজ্জীবনে আয়োজিত মাসব্যাপী এ লোক কারুশিল্প মেলায় কর্মরত কারুশিল্পী প্রদর্শনী, লোকজ প্রদর্শনী, পুতুল নাচ, বায়োস্কোপ, নাগরদোলা, গ্রামীণ খেলাসহ বিভিন্ন পণ্য প্রদর্শনের ব্যবস্থা থাকবে। প্রতিদিন লোকজ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলা, কর্মরত কারুশিল্পীর কারু পণ্যের প্রদর্শনীসহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মেলা চলাকালীন সময়ে ওই এলাকার যানজট, আইনশৃঙ্খলা ও খাদ্যের মূল্য তালিকা নিয়ে মতবিনিময় সভায় আলোচনা করা হয়। মেলা আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

ফাউন্ডেশন সূত্র জানায়, এবারের মেলায় কর্মরত কারুশিল্পী প্রদর্শনীর ৩২টি স্টলসহ ১০০টি স্টল বরাদ্দ করা হয়েছে। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের ৬৪ জন কারুশিল্পী সক্রিয়ভাবে অংশ নেবে।

মেলায় সোনারগাঁয়ের কারুশিল্পের কারুকাজ, হাতি-ঘোড়া, মমি পুতুল, জামালপুরের তামা-কাঁসা-পিতলের শৌখিন সামগ্রী, সোনারগাঁয়ের বাহারি জামদানি শিল্প, বগুড়ার লোকজ বাদ্যযন্ত্র, কক্সবাজারের শাঁখা ঝিনুক শিল্প, ঢাকার কাগজের শিল্প, রাজশাহীর মৃৎশিল্প, শখের হাঁড়ি, বাটিক শিল্প, খাঁদিশিল্প, মণিপুরী তাঁতশিল্প, রংপুরের শতরঞ্জি শিল্প, টাঙ্গাইলের বাঁশ-বেতের কারুপণ্য ও সিলেটের বেতশিল্পের স্টল থাকবে।

এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের সুজনি কাঁথা, কিশোরগঞ্জের টেরাকোটা পুতুল, খাগড়াছড়ি ও মৌলভীবাজারের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কারুপণ্য, মৌলভীবাজারের বেতের কারুশিল্প, ঠাকুরগাঁয়ের বাঁশের কারুশিল্প, মাগুড়া ও ঝিনাইদহের শোলাশিল্প, চট্টগ্রামের তালপাতার হাতপাখা, পাটজাত কারুপণ্য, লোকজ অলংকার শিল্প, নাগর দোলা, বায়স্কোপ ও মিঠাই-মণ্ডার পসরা থাকবে স্টলগুলোতে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ মেলা চলবে।

সোনারগাঁও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ

সোনারগাঁ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ১৫ জানুয়ারি দুপুরে পৌর এলাকার উদ্ধবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত গাজী আমজাদ হোসেন বাড়ি শ্রীরামপুর গ্রামের গাজী ছলিমউদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি সোনারগাঁ পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। তিনি সোনারগাঁ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান কালামের ঘনিষ্ঠ বলে জানিয়েছেন পুলিশ।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় এজহারভুক্ত আসামি গাজী আমজাদ হোসেন। হত্যাকাণ্ডের ঘটনা মামলার হওয়ার পর থেকে সে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উদ্ভবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আমজাদকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

যানজটের মত জনদুর্ভোগ সমাধানে সহযোগিতা চাইলেন নবাগত ডিসি

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের যানজটের মত জনদুর্ভোগ সহ নানা সমস্যা নিয়ে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সমস্যা সমাধানে সাংবাদিকদের কাছে সহযোগিতা চেয়েছেন জেলা প্রশাসক।

মঙ্গলবার (১৫ জানুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, “যানজট, হকার সমস্যা এবং শীতলক্ষ্যা নদীর দূষণ নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। এসব সমস্যার সমাধানে সবার সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে প্রধান সড়কগুলোতে হকার সমস্যা সমাধানে আমরা বিকল্প কর্মব্যবস্থা নিয়ে কাজ করব। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য অব্যাহত প্রচেষ্টা চালানো হবে।”

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু সভায় বলেন, “শহরে যানজট এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা আশা করছি, নতুন জেলা প্রশাসক এই সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেবেন।” তিনি আরও যোগ করেন, “নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সব সময় প্রশাসনের পাশে থাকবে।”

নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম তার বক্তব্যে বলেন, “অনিয়ন্ত্রিত অটোরিকশা লাইসেন্স প্রদান শহরের যানজটের একটি বড় কারণ। সিটি কর্পোরেশন থেকে প্রায় ২০,০০০ অটোরিকশার লাইসেন্স ইস্যু করা হয়েছে, যা শহরের ধারণক্ষমতার বাইরে। দুর্নীতি বন্ধ করে এই সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”

সভায় মাদক, কিশোর গ্যাং এবং শহরের অপরিচ্ছন্নতার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। উপস্থিত সাংবাদিকরা এসব বিষয়ে প্রশাসনের দৃঢ় ভূমিকা ও সমন্বিত উদ্যোগের প্রত্যাশা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন এডিসি (সার্বিক) সাকিব আল রাব্বি, এনডিসি মোহাম্মদ তামশিদ ইরাম খান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, সহসভাপতি বিল্লাল হোসেন রবিন, দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি সেলিম আহমেদ ডালিম, দৈনিক কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি আরিফ হোসাইন কনক সহ প্রমুখ।

শামীম ওসমান পরিবারের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে মামলা

সান নারায়ণগঞ্জ

প্রায় ২০০ কোটি টাকা পাচারের অভিযোগে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, তার স্ত্রী সালমা ওসমান ও শ্যালক তানভীর আহমেদকে আসামি করে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

১৫ জানুয়ারী বুধবার বিকালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি বলেন, কে টেলিকমিউনিকেশন্স লিমিটেডের মাধ্যমে তারা এই অর্থ বিদেশে পাচার করেছেন। আগামীকালের মধ্যেই মামলাটি দায়ের করা হবে বলে জানান তিনি।

দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, অনুসন্ধানের সময় বিটিআরসি থেকে পাওয়া রেকর্ডপত্র ও তথ্য-উপাত্ত পর্যালোচনায় দেখা যায়, কে টেলিকমিউনিকেশন্স লিমিটেড আন্তর্জাতিক কিংবা বৈদেশিক ইনকামিং কল আনা তথা সেবা রফতানির জন্য বিটিআরসি থেকে ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) লাইসেন্সপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান। যার চেয়ারম্যান সালমা ওসমান এবং ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ।

আক্তার হোসেন আরও জানান, দুদকের অনুসন্ধানের সময় ইন্টারন্যাশনাল গেটওয়ে বা আইজিডব্লিউ অপারেটরকে টেলিকমিউনিকেশন্স লিমিটেডের আন্তর্জাতিক ইনকামিং কল আনয়ন কিংবা সেবা রফতানি এবং তার সংশ্লেষে মূল্যবান বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আনার ক্ষেত্রে দেখা যায়, আইজিডব্লিউ অপারেট ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত সময়ে ৯১ কোটি ৫০ লাখ ৯২ হাজার ৮৬৫ কল মিনিট সেবা রফতানি করে। রফতানি করা এ সেবার মূল্য ২ কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৭৮৬ মার্কিন ডলার। উক্ত বৈদেশিক মুদ্রা আইন অনুযায়ী ফরেন রেমিট্যান্স হিসেবে বাংলাদেশে নিয়ে আসার বাধ্যবাধকতা রয়েছে। এ জন্য নারায়ণগঞ্জের আইএফআইসি ব্যাংকের শাখা থেকে পাঠানো উক্ত আইজিডব্লিউ প্রতিষ্ঠান সংশ্লিষ্ট অ্যাকাউন্ট নম্বরের বিবরণীতে দেখা যায়, ২ কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৭৮৬ মার্কিন ডলারের স্থলে ২২ লাখ ৬৯ হাজার ৪২৭ মার্কিন ডলার আনা হয়েছে। আনা হয়নি ২ কোটি ৫১ লাখ ৮৩ হাজার ৩৫৮ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৯৩ কোটি ৯১ লাখ ১৮ হাজার ৬০৩ টাকা। তাছাড়া বিটিআরসি থেকেও এ সংক্রান্তে অনুরূপ তথ্য পাওয়া যায়। এ সময়ে আইজিডব্লিউ অপারেটরের চেয়ারম্যান হিসেবে সালমা ওসমান এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তানভীর আহমেদ দায়িত্ব পালন করেছিলেন।

দুদকের এই কর্মকর্তা আরও জানান, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের সহযোগিতায় চেয়ারম্যান হিসেবে সালমা ওসমান এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তানভীর আহমেদ দায়িত্বে থাকা অবস্থায় উল্লিখিত আইজিডব্লিউ প্রতিষ্ঠান রাষ্ট্র হিসেবে বাংলাদেশের স্বার্থ থাকা সত্ত্বেও বিদ্যমান মানি লন্ডারিং আইন অমান্য করে ১৯৩ কোটি ৯১ লাখ ১৮ হাজার ৬০৩ টাকা মূল্যের ২ কোটি ৫১ লাখ ৮৩ হাজার ৩৫৮ মার্কিন ডলার পাচার কিংবা মানি লন্ডারিং করা হয়েছে। এক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় পাচারের অপরাধ হয়েছে।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির প্রথম সভা

সান নারায়ণগঞ্জ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগর শাখার ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারী বুধবার সন্ধ্যা ছয়টায় কিল্লারপুলে মহানগর যুবদলের নিজস্ব কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

এসময়ে প্রথম প্রস্তুতি সভায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমদ নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির নেতাকর্মীদেরকে দলীয় সিদ্ধান্ত মেনে কর্মসূচি পালন করার পাশাপাশি দলের বদনাম হবে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমদের সঞ্চালনায় প্রথম সভায় উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, রুহুল আমিন, সাজ্জাদ হোসেন কমল, শেখ মোহাম্মদ অপু, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন আনোয়ার, শাকিল মিয়া, আহসান খলিল শ্যামল, সাইফুল আলম সজিব, জাকির হোসেন সেন্টু, আক্তারুজ্জামান মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহিদুল ইসলাম,ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, মোঃ আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, এরশাদ আলী, ফয়েজ উল্লাহ সজল,আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, মাগফুর ইসলাম পাপন, জুনায়েদ আলম ঝলক, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, এড. শাহিন খান, কাজী নাইসুল ইসলাম সাদ্দাম, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আঃ কাদির, সম্রাট হাসান সুজন, আশরাফুল হক তান্না, জাহিদুল হাসান শুভ, মাহফুজুর রহমান ফয়সাল প্রমুখ।

দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগর শাখা মনিরুল ইসলাম সজলকে আহ্বায়ক ও সাহেদ আহমেদকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি দীর্ঘ দেড় বছর পর সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এ কমিটি অনুমোদন করেন।

গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নূরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৯ আগস্ট মনিরুল ইসলাম সজলকে আহ্বায়ক, সাগর প্রধানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাহেদ আহমেদকে সদস্য সচিব করে ৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন তাৎকালীন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না।

আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি অর্ধকোটি টাকার মালামাল লুট

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে এ সময় ডাকাত দল অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

বুধবার দিবা গত রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী খেজুরতলা গ্রামের ব্যবসায়ী মাসুদ আলমের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটেছে। মাসুদ আলমের বাউন্ডারি করা বাড়ির গেটের তালা ভেঙ্গে মুখোশ পরিহিত ১০-১৫ জনের একটি সশস্ত্র টাকা দল বাড়ির ভিতরে ঢুকে বাড়িতে থাকা সিসি ক্যামেরাগুলো ভেঙ্গে ফেলেন। পরে টিন সেট বিল্ডিং এর প্রধান ফটকের কেচি গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে মাসুদ আলমের ড্রাইভার বিল্লালকে দেশীয় এবং আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে হাত পা বেঁধে তার কাছ থেকে নগদ ১১ হাজার টাকা এবং একটি এন্ড্রয়েড মোবাইল সেট নিয়ে যায়।

এরপরে ডাকাত দল ব্যবসায়ী মাসুদ আলমের রুমে প্রবেশ করে তার বুকে পিস্তল ঠেকিয়ে হাত পা বেঁধে নগদ ৩ লাখ টাকা এবং তার হাতে থাকা ৩৫ লক্ষ টাকা মূল্যের একটি রুলেক্স ঘড়ি সহ প্রায় ১০ কোটি টাকা মূল্যের সম্পদের দলিল এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। মাসুদ আলম এর ব্যবহৃত একটি আইফোন ও একটি স্যামসাং মোবাইল ডাকাতরা রুম থেকে নিয়ে গিয়ে বাইরে ফেলে রেখে চলে যায়। পরে এলাকাবাসী কুড়িয়ে পায়। ঘটনার পর রাতে ড্রাইভার বিল্লাল হোসেন পার্শ্ববর্তী মানিক মিয়ার বাড়িতে গিয়ে ডাকাতির ঘটনা জানালে সে সাথে সাথে ৯৯৯ এ নাম্বারে ফোন দিলে থানার এসআই রুহুল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে ঘটনাশল পরিদর্শন করেন।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনা জানার সাথে সাথে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, ডাকাতির মালামাল উদ্ধার এবং ডাকাতদের সনাক্ত করে গ্রেফতারের জন্য মাঠে কাজ করছে পুলিশ।

সোনারগাঁয়ে আশরাফ ভুঁইয়ার বিরুদ্ধে কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদার টাকা না পেয়ে এ. এন. জেড টেক্সটাইল মিলের এক কোটি টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে। সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূইয়া ও তার লোকজনের বিরুদ্ধে এই লুটপাটের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ১৫ জানুয়ারী বুধবার রাতে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

জানা গেছে, গত বুধবার সকালে উপজেলার জামপুর ইউনিয়নের জামপুর গ্রামে এ. এন.জেড টেক্সটাইল মিলসের নির্মাণ কাজের সময় এ ঘটনা ঘটে। পরে রাতে সোনারগাঁ থানায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আনোয়ার হোসেন ১ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ দায়ের করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূইয়া, মোতালেব মেম্বার, মুসা মিয়া, দিপু মিয়া, নাঈম,আরিফ, মোক্তারসহ এক থেকে দেড়’শ জনের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত বিএনপি নেতা আশরাফ ভূইয়ার নেতৃত্বে উপরোক্ত আসামীরা এ. এন.জেড টেক্সটাইল মিলের নির্মাণ কাজে বাঁধা দিয়ে ২৫ লক্ষ টাকা দাবী করেন। এ চাঁদা না পেয়ে বুধবার সকালে নির্মাধীন স্থানে প্রবেশ করে আশরাফ ভূইয়াসহ ১০০-১৫০ জন সন্ত্রাসীর মাধ্যমে ঘরের টিন, গ্রিল, দরজা, জানালা, টিউবওয়েল, পানির মোটর, শ্যালো মেশিন এবং প্রায় ৩৪ টন রড, ৭০০ বস্তা সিমেন্ট, ৩০ টন আইভীম সহ মোট ১ কোটির মালামাল লুট করে নিয়ে যায়।

এ. এন.জেড টেক্সটাইল মিলের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন বলেন, ৫ আগষ্টের পর এক দল বিএনপি নেতা আমাদের কাজের জায়গায় ২৫ লক্ষ চাঁদা না দিলে কাজ করতে দিবেনা বলে হুমকি প্রদান করে আসছিলো। এরই ধারাবাহিকতায় আজ আমাদের নির্মাণাধীন কাজে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূইয়ার নেতৃত্বে একদল চাঁদাবাজ সন্ত্রাসীদরা দেশিয় অস্ত্র নিয়ে বাঁধা দিয়ে শ্রমিকদের মেরে ১ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। একই সাথে তাদের জমি দাবী করে ব্যানার লাগিয়ে যায়। এ বিষয়ে আমি ১৯ জনের নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছি।

কোম্পানির নিরাপত্তা কর্মী বাবুল মিয়া জানান, কয়েক মাস ধরেই যুবদল নেতা আশরাফ ভূইয়া চাঁদা দাবী করে আসছিল। গতকাল সকালে তারা আমাদের কাজে বাঁধা ও ককটেল ফুটিয়ে আমার থাকার ঘরটিসহ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় এবং প্রাণ নাশের হুমকি প্রদান করে।

জমি বিক্রেতা শহিদুল্লাহ ভূইয়া বলেন, আমি গত বছর আনোয়ার হোসেনের কাছে জমিটি বিক্রয় করেছি। স্থানীয় বিএনপি নেতাদের দাবীকৃত চাঁদা না দিতে চাইলে তারা তাদের জমি দাবী করে সন্ত্রাসী বাহিনী মাধ্যমে নির্মাধীণ কাজের সব মালামাল লুটে নিয়ে যায়।

অভিযুক্ত উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূইয়া বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। কে বা কারা এসব কাজ করেছে আমি জানিনা।

অভিযুক্ত জামপুর ইউনিয়নের যুবদলের সভাপতি এমদাদুল হক দিপু বলেন, ঘটনাস্থলে আমার রেজিষ্টিকৃত জমি আছে৷ সে জায়গা মেপে সীমানা নির্ধারণ করতে গেলে আমাদের উপর হামলা চালায়। থানায় আমি লিখিত অভিযোগ দায়ের করেছি। তবে চলে আসার পর কি ঘটেছে আমার জানা নেই।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী স্থানীয় গণমাধ্যমকে বলেন, বিএনপি নেতাদের বিরুদ্ধে ১ কোটি টাকার মালামাল লুটের ও জমিদখলের পৃথক দুইটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আইভীকে অচিরেই গ্রেপ্তার করতে হবে: আজাদ

সান নারায়ণগঞ্জ

বিএনপির ঢাকা বিভাগী কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন, আইভীতো (ডা. সেলিনা হায়াৎ আইভী) এই শহরেই অবস্থান করছে, তাহলে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না। তার বিরুদ্ধে তো মামলা হয়েছে, অচিরেই তাকে গ্রেপ্তার করতে হবে।

১৬ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বিগত আন্দোলনে যারা আওয়ামী লীগকে অর্থ দিয়ে সহযোগিতা করেছে সে অর্থ দিয়ে যারা মানুষকে গণহত্যা করেছে দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। যেভাবে তদন্ত চলছে এভাবে তদন্ত করলে চলবে না। এসব মামলার আওয়ামী লীগের যারা আসামি তারা বুক ফুলিয়ে কিন্তু শহরে চলাচল করছে। মামলার আসামি কিন্তু আইভীও। তিনি তো আওয়ামী লীগের হয়ে কাজ করেছে।

বিদায়ী ডিসি প্রসঙ্গে তিনি বলেন, বিদায় ডিসি মাহমুদুল ইসলাম আওয়ামী লীগের একটি পার্ট ছিল। ওনাকে তো আওয়ামী লীগের আমলে নিয়োগ দেওয়া হয়েছিল। ৫ আগস্টের পর তার সময় কিন্তু এই সকল মামলাগুলো হয়েছে কিন্তু তিনি একটি ও কিন্তু কোন কার্যকরী ব্যবস্থা নেননি। বরঞ্চ উনি এই বিষয়গুলো বিভিন্ন জায়গায় সাপ্লাই করেছেন। শুধু তাই নয় তিনি আমাদের বিএনপির অনেক নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় উল্টাপাল্টা অভিযুক্ত চেষ্টা করেছে।

তিনি আরও বলেন, আসলে কোন কিছুই কিন্তু চাপা থাকে না সবকিছু কোন না কোন ভাবে কিন্তু বের হয়ে আসে। সামনে সামনে তার ব্যবহার ছিল কিন্তু খুবই সুন্দর কিন্তু ভিতরে ভিতরে তিনি আওয়ামী লীগের পারপাস সাফ করেছেন। ১৭ বছর দেশে বারোটা বাজিয়ে দিয়েছিল উনি কিন্তু ছিলেন তাদেরই পারপার সাফ করেছিল।

তিনি আরও বলেন, মাদক মক্ত বাংলাদেশ আমরা কিন্তু সবাই চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি নৈরাজ্যের বিপক্ষে ও মাদকমুক্ত বাংলাদেশের পক্ষে। আমি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি’র পক্ষ থেকে বলতে চাই আমরা মাদকমুক্ত একটি সুন্দর নারায়ণগঞ্জ চাই। সেজন্য আমরা আপনার পরিপূর্ণ সহযোগিতা চাই। যানজট এটা কিন্তু বড় কোন বিষয় নাই আপনাদের যদি সবাই চান তাহলে এটা নিমিষেই শেষ হয়ে যাবে। ডিসি ও এসপি সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলেন শহরে যানজটের সমস্যা থাকবে না।

সর্বশেষ সংবাদ