সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ ও সহকারী অধ্যাপককে বিদায়ী সংবর্ধনা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁও সরকারি কলেজের শ্রেণীকক্ষে শিক্ষার্থীর উপস্থিতি বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-শিক্ষার্থী মতবিনিময় সভা এবং সদ্য বিদায়ী অধ্যক্ষ ও সহকারী অধ্যাপকের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৯ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ১২টায় কলেজের মুক্তমঞ্চে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও প্রফেসর আশরাফুজ্জামান এবং ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কালিদাস সরকার।

সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি কলেজের নবাগত অধ্যক্ষ মোঃ আবুল কালাম বলেন, আমি জানুয়ারি মাসের ৮ তারিখে এই কলেজে যোগদান করেছি। আমি এই কলেজের প্রাক্তন শিক্ষার্থী। এই শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মিলিত ভাবে গড়ে তুলতে চাই। এজন্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষ আশরাফুজ্জামান বলেন, আমি ১৯৯২ইং সনে মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করি, পরবর্তী সময়ে ২০০৬ইং সনে অধ্যক্ষ হিসেবে পদোন্নতি পাই এবং ২০২৪ইং সনের ৩১ ডিসেম্বর পর্যন্ত সফলতার সাথে অধ্যক্ষের দায়িত্ব পালন করি। যোগদান করার সময় কলেজটিতে মাত্র একটি ভবন ছিল, পর্যায়ক্রমে বিজ্ঞান ভবন, আইসিটি ভবন ও অনার্স ভবন নির্মিত হয়েছে, পূর্বের চেয়ে শিক্ষার মানোন্নয়ন বহুগুণে বৃদ্ধি পেয়েছে, যার পিছনে আমার অনেক অবদান রয়েছে। আমি কলেজের সার্বিক সাফল্য কামনা করছি। আমি ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সোনারগাঁও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আশরাফুজ্জামান অদ্য ৯ জানুয়ারী-২৫ইং তারিখে স্ব-সম্মানে কলেজ থেকে বিদায় নিচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ হাফেজ।

বিদায়ী সহকারী অধ্যাপক কালিদাস সরকার বলেন, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কঠোর পরিশ্রম করতে হবে, পড়ালেখায় মনোযোগ দিতে হবে, তবেই ভালো ফলাফল অর্জন করতে পারবে। কলেজে শিক্ষকতাকালীন সময়টা শিক্ষার্থী ও সহকর্মীদের সাথে অনেক আনন্দে কেটেছে, কিন্তু গত ১ আগষ্ট থেকে অবসরে গিয়েছি, প্রতিটা মুহুর্ত আমার অনেক কষ্টে কাটছে, মিস করছি সবাইকে, এই কলেজের শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি, চলার পথে যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে আমাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁও সরকারি কলেজের প্রভাষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, কলেজের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ সভাপতি কাজি নজরুল ইসলাম টিটু, বিএনপি নেতা শাহজাহান মেম্বার, সাফির উদ্দিন মজনু, কলেজ গভর্নিংবডির সাবেক সদস্য ইদ্রিস আলী, আশরাফ কবির, সোনারগাঁও সিকা’র সভাপতি কামাল মোল্লা, সাধারণ সম্পাদক সেকান্দার আলী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

অনুষ্ঠানে সোনারগাঁও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আশরাফুজ্জামানের বিদায় উপলক্ষে শিক্ষক পরিষদ বিদায় সংবর্ধনা জানান। তারা বলেন, আজ এক গভীর শ্রদ্ধা ও ভালবাসার সঙ্গে আমরা আপনাকে বিদায় জানাতে এসেছি। সোনারগাঁও সরকারি কলেজের মানোন্নয়ন ও শিক্ষার ক্ষেত্রে আপনার অসাধারণ অবদান আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। “যেতে নাহি দিব”, হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়।

আপনার বহুমুখী প্রতিভা, অভিজ্ঞতা ও বিচক্ষণ নেতৃত্বে এই প্রতিষ্ঠান একটি নতুন মাত্রা পেয়েছে। বিশেষত, আপনার মনোবিজ্ঞান বিষয়ের শিক্ষনের অনন্য দক্ষতা আমাদের শিক্ষার্থীদের মনের গভীরে জ্ঞানের আলো ছড়িয়েছে। আপনার শিখন পদ্ধতি ও মানবিক দৃষ্টিভঙ্গি শিক্ষার্থীদের শুধু বিদ্যা অর্জনের পথ দেখায়নি, তাদের জীবন গড়ার প্রেরণাও দিয়েছে। আপনার বিদায় জানাতে আজ আমরা ভাষাহীন, নির্বাক। আপনার সুখ সমৃদ্ধ ও কল্যাণকন দীর্ঘজীবন কামনা করছি।

ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ জামিনে মুক্ত

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়ে মুক্তি পেয়েছে। তবে রাসেল মাহমুদ মিথ্যা ষড়যন্ত্রমুলক মামলায় দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি পেয়েছে বলে দাবি তার পরিবারের।

৯ জানুয়ারী বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান রাসেল মাহমুদ।

রাসেল মাহমুদের আইনজীবী জানান, যুবদল নেতা আনু হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়ে মুক্তি পেয়েছে। এই মামলায় রাসেল মাহমুদ কোনোভাবে জড়িত নয় বিধায় উচ্চ আদালত তাকে জামিন দিয়েছে। প্রতিহিংসাবসত এবং উদ্দেশ্যপ্রণোনিতভাবে আনু হত্যা মামলায় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদকে আসামী করা হয়। রাসেল মাহমুদ সহ তার স্ত্রী কোনোভাবে জড়িত নয়। মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসানো হয়েছে। মামলার তদন্তকারী সংস্থা সঠিক তদন্ত করলে মূল ঘটনা বেরিয়ে আসবে।

তিনি আরো বলেন, আনু মারা যাওয়ার পর আনুর সম্পত্তি তার ভাইয়েরা দখল করে নিয়েছে। বাবার সম্পদ ছেলে মেয়েরা পায়। কিন্তু ভাইয়েরা কেন দখল করে নিলো। আনুর মৃত্যুর পিছনে সম্পত্তি দখলের বিষয় রয়েছে বলে আমি মনে করছি।

এখানে উল্লেখ্যযে, চলতি বছরের গত ২৬ আগস্ট দুপুর থেকে নিখোঁজ ছিলেন সাবেক যুবদল নেতা আনোয়ার হোসেন আনু। ঐ দিন রাতে নগরীর মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন সেঞ্চুরী হেলেনা এপার্টমেন্টের নিচে লিফটের খালি জায়গায় জমে থাকা পানিতে ভাসতে দেখা যায়। তিনি হেলেনা কটেজ এর ৯ম তলার ভাড়াটিয়া ছিলেন।

নিহত আনোয়ার হোসেন আনু নাসিকের ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনিরের ছোট ভাই এবং মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। এ ঘটনায় ২৭ আগস্ট নিহতের বড় ভাই আবুল কাশেম বাদশা বাদী হয়ে নিহতের ভাতিজা ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই মামলার অন্য আসামিরা হলেন- শহরের বাবুরাইল এলাকার করিম মিয়ার মেয়ে ও রাসেল মাহমুদের স্ত্রী পাপিয়া আক্তার পান্না (৪২), নিহতের মেয়ে জান্নাত আরা জাহান প্রেরনা (২১), নিহতের পুত্র সারিদ হোসেন (১৯), শহরের বাবুরাইল এলাকার করিম মিয়ার দুই ছেলে নুর আলম (৪৫) ও কাজল (৩২) এবং মেয়ে রোকসানা আক্তার পুতুল (৪৬), বিসিক শিল্পনগরীর মার্টিন গার্মেন্টস এর গলি এলাকার বাসিন্দা গোল মোহাম্মদ। এদের মধ্যে ঘটনার পরপরই নিহতের মেয়ে ও পুত্রসহ ৫ জনকে আটক করেছিল ফতুল্লা থানা পুলিশ। পরে মামলাটি পিবিআই তদন্তের দায়িত্ব পান। পরে পিবিআই তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার শাহবাগ এলাকা থেকে রাসেল মাহমুদ ও পাপিয়া আক্তার পান্নাকে গ্রেপ্তার করা হয়।

 

সেক্রেটারি পদে ক্লিন ইমেজধারী ও তারুণ্যনির্ভর নেতৃত্ব চান তারেক রহমান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

গত ২৪ ডিসেম্বর বিলুপ্ত ঘোষণার পর নেতৃত্বশূণ্য নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি গঠনের মাধ্যমে নেতৃত্বে ফিরে পেতে যাচ্ছে জেলা বিএনপি। যদিও নেতৃত্ব বাছাইয়ে জটিলতার মধ্যে পড়েছে কেন্দ্রীয় বিএনপি। জেলা বিএনপির আহ্বায়ক পদে নেতৃত্বের বিরাট সংকট দেখা দিলেও সেক্রেটারি কিংবা সদস্য সচিব পদে যোগ্য একাধিক নেতা রয়েছে নারায়ণগঞ্জে। যাদের মধ্য থেকে ক্লিন ইমেজধারী ও তারুণ্যনির্ভর নেতৃত্ব চাচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পঙ্খানুপঙ্খুভাবে নেতৃত্ব বাছাই শেষে ঘোষণা করা হবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি।

কেন্দ্রীয় বেশকজন নেতা জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই আহ্বায়ক কমিটি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বিএনপি। একই সঙ্গে নির্বাচনের পূর্বে সামনে যদি বড় ধরণের কোনো আন্দোলনের প্রয়োজন হয় সেক্ষেত্রে যারা রাজপথে থেকে সামনে থেকে নেতৃত্ব দিতে সক্ষম হবেন এমন নেতৃত্ব চাচ্ছেন শীর্ষ নেতারা। অতীতে ব্যর্থ হয়েছেন কিংবা নেতৃত্ব পেয়েও রাজপথে ছিলেন না এমন কাউকে রাখতে চাচ্ছেনা কেন্দ্রীয় বিএনপি।

এরি মধ্যে বেশকটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে, জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব পদে নেতৃত্ব বাছাইয়ের জন্য গোপনে ‌’সার্চ কমিটি’ গঠন করেছেন তারেক রহমান। এই কমিটি আহ্বায়ক ও সদস্য সচিব পদে দুজনের নাম তারেক রহমানের কাছে সুপারিশ করবেন। সেই নামের সঙ্গে কেন্দ্রীয় শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে এবং তারেক রহমানের বিশেষ গোয়েন্দা প্রতিনিধিদের কাছ থেকে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে কমিটি চূড়ান্ত করে সেটা অনুমোদনের সিদ্ধান্ত দিবেন তারেক রহমান।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটিতে সেক্রেটারি পদে আলোচনায় আছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহামুদ, সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা বিএনপির সাবেক আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা যুবদলের সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির বর্তমান সভাপতি শহিদুল ইসলাম টিটু, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম চয়ন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী। উপরোক্ত এসব নেতাদের অনেকেই আবার শীর্ষ নেতাদের মাধ্যমে, কেউ কেউ নিজেদের মত করে নেতৃত্বে আসতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। মামুন মাহামুদকে আহ্বায়ক পদে বসানো যায় কিনা সেটা নিয়ে ভাবছেন কেন্দ্রীয় নেতারা।

বিএনপির কেন্দ্রীয় অনেক নেতা জানিয়েছেন, এলাকায় ক্লিন ইমেজধারী ও পরিচ্ছন্ন নেতাদের হাতে নেতৃত্ব ওঠবে। যারা ৫ আগস্টের পর মামলা বানিজ্য, চাঁদাবাজি, দখলবাজি, নৈরাজ্য, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিলেন তাদেরকে কমিটিতে রাখবেন না তারেক রহমান।

একই সঙ্গে অতীতে যাদেরকে নিয়ে নানা বিষয়ে বিতর্ক আছে এবং নানা অপকর্মের কারনে বিতর্কিত, এ ছাড়াও ৫ আগস্টের পূর্বে যারা রাজপথের আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন না, যারা বিগত সাড়ে ১৫ বছর আওয়ামীলীগের সঙ্গে আতাত করে ব্যবসা বানিজ্য করেছে বুক ফুলিয়ে চলেছেন সেইসব ব্যক্তিদের রাখতে চাচ্ছেনা কেন্দ্রীয় বিএনপি।

ইতিমধ্যে উপরোক্ত ৫ আগস্টের পর যেসব কারনে জেলা বিএনপি সহ বেশকটি অঙ্গ সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। সুতরাং যেসব কর্মকান্ডের কারনে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে সেই একই কর্মকান্ডে জড়িতদের কমিটিতে রাখবেন না তারেক রহমান।

অন্যদিকে কমিটি গঠনের বিষয়ে নারায়ণগঞ্জের নেতাদের চেষ্টার বিষয়ে জানাগেছে, বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ চাচ্ছেন মামুন মাহামুদ ও মাসুকুল ইসলাম রাজীবের নেতৃত্বে জেলা বিএনপি হোক। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া চাচ্ছেন গোলাম ফারুক খোকন ও শহিদুল ইসলাম টিটুর নেতৃত্বে জেলা বিএনপির কমিটি হোক। কিন্তু বিতর্কের কারনেই গিয়াসউদ্দীন ও খোকনের কমিটি বিলুপ্ত করে বিএনপি। ফলে খোকনের সম্ভাবনা ফিকে। যদিও কেন্দ্রীয় নেতাদের অনেকেই জানান- কারো প্রেসক্রিপশনে মুঠোবন্ধি নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি দিবেনা তারেক রহমান। যোগ্যতা ও ন্যায্যতার ভিত্তিতে রাজপথের ত্যাগী নির্যাতিতদের নেতৃত্বে কমিটি হবে।

অনেকেই জানিয়েছেন, আহ্বায়ক ও সদস্য সচিব দুটি পদেই তরুণ নেতৃত্ব চাচ্ছেনা বিএনপি। একজন সিনিয়র নেতাকে আহ্বায়ক পদে রেখে আরেকজন কার্যত তরুণ নেতাকে সদস্য সচিব পদে রেখে কমিটি গঠন করতে চায় বিএনপির অনেক শীর্ষ নেতাদের মতামত। সেক্ষেত্রে সিনিয়রদের মধ্যে বর্তমানে নাম চলে আসে জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনির ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। সেক্ষেত্রে তাদের দুজনের যেকোনো একজনকে আহ্বায়ক পদে রেখে সদস্য সচিব পদে মামুন মাহামুদকে দিয়েই কমিটি হতে পারে।

যদিও অনেকেই আবার মত দিয়েছেন মামুন মাহামুদকে আহ্বায়ক পদে রেখে তরুণ নেতাদের মধ্য থেকে একজন ক্লিন ইমেজধারী রাজপথের নেতাকে সদস্য সচিব পদে বসানোর। আবার অনেকেই ধারণা করছেন- শেষতক সিনিয়র জুনিয়র মিলিয়ে কমিটি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেক্ষেত্রে তরুণ নেতাদের যুগ্ম আহ্বায়ক পদে রাখা হবে।

সোনারগাঁয়ে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ কর্মশালা

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে এ কর্মশালার আয়োজন করে পিরোজপুর ইউনিয়ন পরিষদ (ইউপি)।

৯ জানুয়ারী বৃহস্পতিবার সকালে ইউপি মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন পিরোজপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মফিজুর রহমান।

এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার কাজল তন্ত্র পাল ও ইউপি সদস্যবৃন্দ।

কর্মশালায় প্রধান অতিথি পিরোজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আগামীর তারুণ্যের ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক কর্মশালাটি একটি ব্যাতিক্রম উদ্যোগ৷ আমরা আশা রাখি এই কর্মশালা নতুন প্রজন্মকে নতুনভাবে দেশ গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় স্থানীয় গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সোনারগাঁয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারদীতে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ৯ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে বারদী ইউনিয়নের মছলন্দপুর গ্রামে যুবসমাজের উদ্যোগে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপুর সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক ও উপজেলা বিএনপির নেতা মাসুম রানা।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা বিএনপি সহ-সভাপতি আলী আজগর, যুগ্ম-সম্পাদক আব্দুর রউফ, অর্থ বিষয়ক সম্পাদক হান্নান ব্যাপারী, বি এম ডালিম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউসার আহমেদ, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রুবেল হোসেন, সোনারগাঁ উপজেলা বিএনপি সদস্য আলীনুর ব্যাপারী, মোগরাপাড়া ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক আরিফুর রহমান, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক পারভেজসহ প্রমুখ।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে নাজমুল একাদশ বনাম ফরিদ একাদশ। উক্ত খেলায় ফরিদ একাদশ ১-০ গোলে বিজয়ী হয়।

সিদ্ধিরগঞ্জে হত্যাচেষ্টার মামলায় শামীম ওসমানসহ আসামি ৫৩ জন

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ৫৩ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা চেষ্টা মামলা হয়েছে। একই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আছে ২০০-৩০০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

মো. আবুল হোসেন তালুকদার (৪৬) নামের এক ব্যক্তি মামলার জন্য নারায়ণগঞ্জ আদালতে আবেদন করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী

৮ জানুয়ারী বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু করা হয় বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।

উক্ত মামলার এজাহারে আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান, শামীম ওসমানপুত্র অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, মহানগর আ. লীগের যুগ্ম-সম্পাদক শাহ নিজাম, সিদ্ধিরগঞ্জ থানা আ. লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া প্রমূখককে।

এজাহার থেকে জানা গেছে, ৪ আগস্ট রাত ৮ টার সময়ে চিটাগাংরোডস্থ ডাচ্ বাংলা ব্যাংকের সামনে ছাত্র-জনতা একত্রিত হয়ে আন্দোলন করছিল। তখন ওই আন্দোলনস্থলে বাদী আবুল হোসেন তালুকদারের ছেলেও উপস্থিতি ছিলেন।

আন্দোলন দমাতে সেসময় উক্ত মামলার আসামিরা ঘটনাস্থলে পৌঁছে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে বাদী ছেলের পিঠের বামপাশ ও শরীরে বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়। এরপর থেকে ভুক্তভোগী চিকিৎসাধীন অবস্থায় ছিল।

শিক্ষার্থী রোমান হত্যা মামলায় আবারো ৩ দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী গাজী

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রোমান হত্যা মামলায় দ্বিতীয় দফায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত। ৯ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মুঞ্জুর করেন।

এর আগে গত ২৫ আগস্ট রাজধানীর একটি বাসা থেকে গ্রেপ্তার হন গোলাম দস্তগীর গাজী। তিনি নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। গ্রেপ্তারের পর ওই দিন এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়েছিল রূপগঞ্জ থানার পুলিশ।

প্রসঙ্গত, গত ২১ আগস্ট দশম শ্রেণির ছাত্র রোমান মিয়াকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গোলাম দস্তগীর গাজীসহ ৪৫ জনকে আসামি করা হয়। গত ৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত রোমান মিয়ার খালা রিনা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাটি করেন।

নারায়ণগঞ্জের নতুন ডিসি জাহিদুল ইসলাম মিঞা

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে নিয়োগ দেওয়া হয়েছে। ৯ জানুয়ারী বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অর্থ বিভাগের উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারকে খাগড়াছড়ি, রাজবাড়ীর ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে নারায়ণগঞ্জ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তারকে রাজবাড়ীর ডিসি করা হয়েছে।

এর আগে, গত ৩০ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুর রহমানকে নারায়ণগঞ্জের জেলা ডিসি হিসেবে বদলি করা হয় এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হককে মহাব্যবস্থাপক (উপসচিব) জীবন বীমা কর্পোরেশন হিসেবে বদলি করা হয়। কিন্তু ৬ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের বদলির আদেশ বাতিল করে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১০ জুলাই মঞ্জুরুল হাফিজের বদলীর পর নারায়ণগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ পান মোহাম্মদ মাহমুদুল হক। একই বছর ২৭ জুলাই থেকে তিনি এ জেলার ডিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

আড়াইহাজারে ইউএনও’র সঙ্গে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময়

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উপজেলা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।

বুধবার ৮ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আমিনুল ইসলাম দুর্জয় ও সদস্য সচিব মোঃ কামরুল মিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাত হোসেনের কার্যালয়ে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে তারা বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাত হোসেন গণঅধিকার পরিষদের সকল ভাল কাজে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক আলমগীর সিকদার ও জেলা যুব অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক সুজন, উপজেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ জসিম, উপজেলা যুব অধিকার পরিষদের আহবায়ক আবির হোসেন রাসেল, সদস্য সচিব রায়হান সুমন, উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ জুনায়েদ হোসেন রিমন, সদস্য সচিব মোঃ মুরাদ। এছাড়াও গণধিকার পরিষদ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ

সান নারায়ণগঞ্জ

বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে শীতার্ত অসহায় দরিদ্র সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়। ৮ জানুয়ারী বুধবার বিকেল ৩টায় বাংলাদেশ মহিলা পরিষদ জেলা কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কম্বল বিতরণ করেন, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা সভাপতি ও কেন্দ্রীয় প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদ, জেলার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, সহ-সভাপতি অ্যাডভোকেট হাসিনা পারভীন ও কৃষ্ণা ঘোষ, সাধারণ সম্পাদক রহিমা খাতুন, আন্দোলন সম্পাদক সাহানারা বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রোজী আবেদীন, প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ, অর্থ সম্পাদক শীলা সরকার, সমাজ কল্যাণ ও স্বাস্থ্য সম্পাদক নাসরিন ইসলাম, সদস্য রাশিদা বেগম, কাওছার আক্তার পান্না, ফাহমিদা আজাদ, নীলা আহমেদ, সনু রানী প্রমূখ।

কর্মসূচিতে কুমুদিনী বাগান, ভূঁইয়ারবাগ, শীতলক্ষ্যা, ঋষিপাড়া, আমলাপাড়া, চাষাড়া, গলাচিপা, পাঠানটুলী, মিশন পাড়া, আলামিন নগর, নন্দীপাড়া, বন্দর এলাকার অসহায় দরিদ্র সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

 

সর্বশেষ সংবাদ