বন্দর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রয়াত দুই সাংবাদিকের জন্য দোয়া

সান নারায়ণগঞ্জ

দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেন ও খবর প্রতিদিন পত্রিকার ফটো সাংবাদিক আরিফুল ইসলাম সেলিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

৮ জানুয়ারী বুধবার বাদ এশা বন্দর খেয়া ঘাট সংলগ্ন কার্যালয়ে বন্দর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এই আয়োজন করা হয়।

দোয়া অনুষ্ঠানে দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেন ও খবর প্রতিদিন পত্রিকার ফটো সাংবাদিক আরিফুল ইসলাম সেলিমসহ সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আবু সুফিয়ান আল কাদেরী।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাসিক ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি পাভেল, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পাপ্পু আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান সামিউজ্জামান সৈকত, সুমন মুনসি, নাছির উদ্দিন রিয়াদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি কে রাসেল, সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইমদাদুল হক মিলন, অর্থ সম্পাদক অজিত দাস, প্রচার সম্পাদক মেহেদী হাসান প্রান্ত, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম রিমন, কার্যকরি সদস্য শামীম ইসলাম, আবু সুফিয়ান, সাংবাদিক টিটু আহমেদ।

দোয়া শেষে প্রয়াত সাংবাদিক সেলিমের ছেলের হাতে নগদ টাকা তুলে দেন আবুল কাউছার আশা। সেই সঙ্গে একটি চাকরীর ব্যবস্থা করে দেওয়ার ঘোষণা দেন।

 

‌’‌প্রোক্লেমেশন অব জুলাই’ ঘোষণার দাবিতে নারায়ণগঞ্জে লিফলেট বিতরণ

সান নারায়ণগঞ্জ

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেছেন, সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেই আলোকে যেন জুলাই ঘোষণাপত্র রচিত হয়। তা না হলে জুলাইতে হওয়া গণবিপ্লবে শহিদ, আহত প্রত্যেকেই নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। আমরা চাই সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র তৈরি হোক।

৮ জানুয়ারী বুধবার নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়ায় প্রোক্লেমেশন অব জুলাই ঘোষণার দাবিতে গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন। এরপর নগরীতে লিফলেট বিতরণ করেন নেতারা।

কর্মসূচির বিষয়ে আব্দুল্লাহ আল আমিন বলেন, গত ৩১ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনারের সমাবেশ থেকে ঘোষণাপত্রের দাবি জানিয়ে ছিলাম। রাষ্ট্র দায়িত্ব নিয়েছিল যে রাষ্ট্রীয়ভাবেই ঘোষণাপত্র রচিত করা হবে; কিন্তু এখন পর্যন্ত আমরা রাষ্ট্রের পক্ষ থেকে দৃশ্যমান কার্যকলাপ দেখি নাই। সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেই আলোকে যেন জুলাই ঘোষণাপত্র রচিত হয়, সেজন্য আমরা গণসংযোগ চালাচ্ছি। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যুগপৎভাবে এ কর্মসূচি পালন করছে। এর মাধ্যমে সারা দেশে একটি জনমত ও গণজোয়ার তৈরি হয় জুলাই ঘোষণাপত্রের পক্ষে।

তিনি আরও বলেন, আমাদের এ কর্মসূচি দেশব্যাপী চলছে। জনসংযোগের পাশাপাশি জনসভা করারও পরিকল্পনা রয়েছে। নারায়ণগঞ্জের সাতটি থানাতেই এ গণসংযোগ চলবে। আগামী ১৪ তারিখ পর্যন্ত প্রতিদিনই বিভিন্ন টিম এ কাজ চালিয়ে যাবে। আমরা সর্বস্তরের মানুষের কাছে এই প্রোক্লেমেশনের বার্তা পৌছে দিতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য শওকত আলী, সাবিত আল হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক নীরব রায়হান, জাহিদ হাসান প্রমুখ।

নারায়ণগঞ্জে নতুন দুর্বৃত্তচক্র গডফাদার হওয়ার চেষ্টায় মরিয়া: রাব্বি

সান নারায়ণগঞ্জ

মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর হত্যার বিচার প্রক্রিয়া সাড়ে ১১ বছরেও অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তার পিতা রফিউর রাব্বি। ৮ জানুয়ারী বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত আলোক প্রজ্জলন কর্মসূচিতে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

শেখ হাসিনার নির্দেশে বিচার বন্ধ উল্লেখ করে রফিউর রাব্বি বলেন, “শেখ হাসিনা দেশে দুর্বৃত্ত, মাফিয়া ও গডফাদারদের রাজত্ব কায়েম করেছিল। তার নির্দেশে ত্বকী হত্যার বিচার প্রক্রিয়া বন্ধ করে রাখা হয়েছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রক্রিয়া পুনরায় শুরু করলেও তাতে এখনও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।”

তিনি আরও বলেন, “ওসমান পরিবার নারায়ণগঞ্জে হত্যা, দখল, চাঁদাবাজি ও নৈরাজ্যের মাধ্যমে দুর্বিসহ পরিস্থিতি তৈরি করেছিল। তারা এখন পালিয়ে গেলেও নতুন দুর্বৃত্তচক্র নারায়ণগঞ্জে গডফাদার হওয়ার চেষ্টায় মরিয়া।”

আলোক প্রজ্বালন কর্মসূচিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল।

আরও উপস্থিত ছিলেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, দৈনিক খবরের পাতার সম্পাদক এড. মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ভবানী শংকর রায়, সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ জেলা সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব।

সমাবেশে ত্বকী, সাগর-রুনি, তনুসহ নারায়ণগঞ্জের অন্যান্য হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির শীতবস্ত্র ও ৩১ দফার লিফলেট বিতরণ

সান নারায়ণগঞ্জ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

৮ জানুয়ারী বুধবার বিকেলে মহানগরীর ১৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ ও ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।

এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু স্থানীয়দের মাঝে ৩১ দফা তুলে ধরেন।

এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বিএনপি নেতা হারুন অর রশিদ রানা, শওকত আলীসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শামীম ওসমানরা নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদে পরিনত করেছিল: সাখাওয়াত

সান নারায়ণগঞ্জ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বলেছেন, ১৯৭৪ সালে রাশিয়া থেকে সাড়ে ৭ কোটি কম্বল এসেছিলো। সেই কম্বল এই বাংলাদেশের মানুষ পায় নাই। শেখ মুজিব সেই দিন বলেছিলো, আমার কম্বল কোথায়? চোরের দল সব লুটে-পুটে খেয়েছে। গত ১৫ বছর এই সরকার মানুষের লাখ লাখ কোটি টাকা লুটে বিদেশে পাচার করেছে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ একটি সন্ত্রাসের নগরী হিসেবে পরিনত হয়েছিলো। এই নারায়ণগঞ্জে বিচার বলতে কিছু ছিলো না। শামীম ওসমান-সেলিম ওসমান নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদে পরিনত করেছিলো।

৮ জানুয়ারী বুধবার বিকেলে মহানগরীর ১৪নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত বলেন, জনগণকে নির্যাতন করেছিলো বলেই আজ আওয়ামী লীগ পালিয়ে বেড়াচ্ছে। আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র সংস্কারে যেই ৩১ দফা দিয়েছেন, সেটি আপনারা পড়বেন। এই ৩১ দফা বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর জন্য যথেষ্ট। বাংলার স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামীতে নির্বাচনে বিএনপিকে সমর্থন করার আহ্বান জানাচ্ছি।

এ সময় মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক শাহ ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বিএনপি নেতা হারুন অর রশিদ রানা, শওকত আলীসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দীর্ঘ ১০ বছর পর সেই বিএনপি নেতা রোকন উদ্দীন মোল্লাকে স্মরণ!

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির এক সময়কার প্রতাপশালী প্রভাবশালী জাদরেল নেতা রোকন উদ্দীন মোল্লাকে আনুষ্ঠানিকভাবে স্মরণ করলেন তার পরিবারের লোকজন ও শুভাকাঙ্খীরা। ২০১৪ সালে তার মৃত্যুর পর এভাবে তাকে স্মরণ করেনি বিএনপি কিংবা ব্যক্তিগতভাবে কেউই। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ছিলেন তিনি।

৮ জানুয়ারী বুধবার দুপুরে উপজেলার রোকন উদ্দিন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে বাগবাড়ী কমপ্লেক্সে প্রয়াত রোকন উদ্দীন মোল্লা ও তার সহধর্মিনীর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রোকন উদ্দিন মোল্লার মেঝো ছেলে এএন এমডি মহিউদ্দিন মোল্লার পরিচালনায় আরও উপস্থিত ছিলেন এএন মাঈন উদ্দিন মোল্লা, এএন এমডি কুতুব উদ্দিন মোল্লা, এএন এমডি খবিরউদ্দিন মোল্লা, এএন এমডি মাহতাব উদ্দিন মোল্লাসহ প্রয়াত মরহুম রোকন উদ্দিন মোল্লা ও তার সহধর্মিনীর পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে মরহুম রোকন উদ্দিন মোল্লা এর কর্মময় জীবন নিয়ে আলোচনা করে উপস্থিত মেহমানরা। এই অনুষ্ঠানে ১০ হাজার লোকের মেজবানীর আয়োজন করা হয়।

প্রয়াত রোকন উদ্দিন মোল্লা একজন দেশের একজন প্রতিষ্ঠিত শিল্পপতি, ধর্ম অনুরাগী, নারী ও ধর্মীয় শিক্ষার অগ্রদূত ছিলেন। তিনি উপজেলা সদরে গার্লস স্কুল, গার্লস ডিগ্রি কলেজ এবং রসুলপুরে ফাজিল মাদ্রাসাসহ বহু প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা করেন। তিনি ২৪ জুলাই ২০১৪ সালে মৃত্যুবরণ করেন।

হত্যা মামলায় জাকির খান খালাস পাওয়ায় দিদার খন্দকারের মিষ্টি বিতরণ

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আলোচিত ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলা থেকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খাঁন খালাস পাওয়ায় জনগণের মাঝে মিষ্টি বিতরণ করেছেন সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি, জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও রোটারিয়ান দিদার খন্দকার।

৭ জানুয়ারী মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মমিনুল ইসলামের দেয়া রায়ে জাকির খান সহ ৮জনকে খালাস ঘোষণা করেন।

রায় ঘোষণার পর কোর্টপাড়ায় বিচারপ্রার্থী ও জাকির খানের সমর্থকদের মাঝে মিষ্টি বিতরণ শুরু করেন দিদার খন্দকার। সেখান থেকে পরবর্তীতে চাষাড়া, ২নং রেলগেট, ১নং রেলগেট, বন্দর টার্মিনাল ঘাট এলাকায় মিষ্টি বিতরণ করেন তিনি।

এর আগে মামলার রায়ে জাকির খান ছাড়াও খালাস পেয়েছেন নাজির, মোক্তার হোসেন, জিতু, মামুন খান, আব্দুল আজিজ বাচ্চু (মৃত), বন্ধুক শাহীন (মৃত) ও জঙ্গল লিটন। এদের মধ্যে নাজির ও মোক্তার হোসেন আদালতে উপস্থিত ছিলেন। অন্য আসামীদের মধ্যে জিতু, মামুন খান, আব্দুল আজিজ বাচ্চু মৃত, বন্ধুক শাহীন মৃত ও জঙ্গল লিটন পলাতক রয়েছে। এর মধ্যে শাহীন পুলিশের সঙ্গে বন্ধুক যুদ্ধে নিহত হয়।

নারায়ণগঞ্জে হত্যা মামলা থেকে জাকির খাঁনসহ ৮জনকে খালাস

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আলোচিত ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলার রায়ে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খাঁন সহ ৮জনকে খালাস দিয়েছেন আদালত।

৭ জানুয়ারী মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মামলার রায়ে জাকির খান ছাড়াও খালাস পেয়েছে নাজির, মোক্তার হোসেন, জিতু, মামুন খান, আব্দুল আজিজ বাচ্চু (মৃত), বন্ধুক শাহীন (মৃত) ও জঙ্গল লিটন। এদের মধ্যে নাজির ও মোক্তার হোসেন আদালতে উপস্থিত ছিলেন। অন্য আসামীদের মধ্যে জিতু, মামুন খান, আব্দুল আজিজ বাচ্চু মৃত, বন্ধুক শাহীন মৃত ও জঙ্গল লিটন পলাতক রয়েছে। এর মধ্যে শাহীন পুলিশের সঙ্গে বন্ধুক যুদ্ধে নিহত হয়।

বন্দরের মদনপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণে মুকুল

সান নারায়ণগঞ্জ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে বন্দরের মদনপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৭ জানুয়ারী মঙ্গলবার সকালে মদনপুর বাস স্ট্যান্ডের বিভিন্ন দোকানপাটের ক্রেতা ও বিক্রেতা এবং পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।

মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাবিল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অহিদ ভূঁইয়ার সার্বিক সমন্বয়ে প্রধান অতিথি হিসেবে বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল এবং বিশেষ অতিথি হিসেবে বন্দর উপজেলা বিএনপির অপর কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট বিল্লাল হোসেন উপস্থিত থেকে লিফলেট বিতরণ করেন।

এ সময় বন্দর উপজেলা যুবদলের সহ-সভাপতি বাবুল ইসলাম মেম্বার, সাবেক যুগ্ম আহবায়ক কাওসার হামিদ খাঁন, হাজী আঃ হক সুপার মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন প্রধান, মদনপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাবিল হোসেন, সহ-সভাপতি দেলোয়ার হোসেন ও জাহিদ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন রিপন ও রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মহসিন প্রধান, মহিলা বিষয়ক সম্পাদক মাজেদা বেগম, সাবেক মেম্বার ইব্রাহিম মিয়া, সাবেক মহিলা মেম্বার সাহেরা বানু, বন্দর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মিয়া, মদনপুর ইউনিয়ন বিএনপি নেতা মোক্তার হোসেন, মদনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি খোকন প্রধান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আড়াইহাজারে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণে পারভীন আক্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার রাষ্ট্রকাঠামো মেরামতের বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট বিতরণ করেছেন।

৭ জানুয়ারী মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার আড়াইহাজার সদর থেকে শুরু করে ফতেহপুর, উচিৎপুরা, মাহমুদপুর, বিশনন্দি ইউনিয়ন এবং গোপালদী পৌরসভার বিভিন্ন পাড়া-মহল্লা ও বাজারে শত শত বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ লিফলেট বিতরণ করেন।

এ সময় কয়েকটি পথসভায় তিনি এ ৩১ দফা প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে জনগণকে আশ্বস্ত করেন। এ ছাড়া ও আড়াইহাজারে চাঁদাবাজি বন্ধ না হওয়ায় বর্তমান থানা পুলিশের ব্যর্থতাকে দায়ী করে তিনি অনতিবিলম্বে এ চাঁদাবাজি বন্ধের জন্য থানা পুলিশের প্রতি আহ্বান জানান।

গাইড বই বানিজ্য বন্ধের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

সময় উপস্থিত ছিলেন সাবেক বিআরডিবির চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু, ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সহিদুল্লাহ, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব, সাবেক জেলা তাঁতী দলের সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি সিরিন সুলতানা, মেম্বার সাধারণ সম্পাদক পিয়ারা মেম্বার সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ