‌‍’শুধু চাকরি নয়, ভালো মানুষ হওয়ার জন্য পড়াশোনা করতে হবে’

ডেস্ক রিপোর্ট

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিরেক্টর ও প্রফেসর শায়েখ প্রফেসর মোখতার আহমাদ বলেছেন, “পড়াশোনা শুধু চাকরি করার জন্য নয়, ভালো মানুষ হওয়ার জন্য করতে হবে। ভালো মানুষ হলে এই পৃথিবী তোমার কাছে আত্মসমর্পণ করবে, ইনশাআল্লাহ।”

তিনি শনিবার (৪ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিলস্থ গিয়াস উদ্দিন এডুকেশন কমপ্লেক্স ভবনে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে এ মন্তব্য করেন।

প্রফেসর মোখতার আহমাদ আরো বলেন, “যেই কাজটি তুমি করবে, এক নম্বার হওয়ার জন্য করবে। ভালো মানুষের টাকা থাকলে গিয়াসউদ্দিন এডুকেশন মডেল কলেজ তৈরি করবে, আর খারাপ লোকের টাকা থাকলে একটা বার হাউজ, সিনামে হাউজ তৈরি করবে। ভালো মানুষের টাকা দরকার, তোমরা রাজনীতিবিদ হও, তোমরা বিজ্ঞানী হও, তোমরা জ্ঞানী হও, তোমরা এডুকেশনিস্ট হও, যেই দিকে যাবে, এক নম্বার হওয়া লাগবে।”

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রতিষ্ঠাতা এবং এম.এ. হাসেম ইয়াতুন্নেসা ফাউন্ডেশন চেয়ারম্যান মুহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন, এম.এ. হালিম জুয়েল, শিশির ঘোষ অমর, রাজিব আহমেদ ও রিফাত হোসেন প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের শিক্ষক মোহাম্মদ ওবায়দুল্লাহ।

আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন দিন: আবদুল জব্বার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ উত্তর থানার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৩ জানুয়ারী শুক্রবার সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডের গ্রীন গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন জানিয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সূরা সদস্য প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূঁইয়া, নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মোহাম্মদ জামাল হোসাইন এবং জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আবদুল বাকী।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় সমাজ ও রাষ্ট্রের সংস্কারে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সহযোগিতা করার জন্য সমাজের সকল স্তরের মানুষকে আহ্বান জানান। প্রধান অতিথি মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেন, “আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন দিয়ে একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সমাজের সচেতন নাগরিকদেরকে এগিয়ে আসতে হবে।”

সভাটি সিদ্ধিরগঞ্জ উত্তর থানার সম্মানিত আমীর মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সিদ্ধিরগঞ্জে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী!

ডেস্ক রিপোর্ট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়েছেন দ্বিতীয় স্ত্রী। দাম্পত্য কলহের জেরে এই ঘটনা ঘটিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী। ঘটনার পর নিজেই থানায় ফোন করে বিষয়টি পুলিশকে জানিয়েছেন অভিযুক্ত স্ত্রী হালিমা।

৩ জানুয়ারী শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সোহাগ রাড়িকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্ত্রী মোসা. হালিমাকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চার বছর আগে প্রথম স্ত্রীকে না জানিয়েই হালিমাকে বিয়ে করেন সোহাগ। বিয়ের পর থেকে প্রথম স্ত্রীর সঙ্গে তার যোগাযোগ অব্যাহত ছিল, যা মেনে নিতে পারছিলেন না হালিমা। বিষয়টি নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো।

শুক্রবার রাতেও তাদের মধ্যে কথা কাটাকাটি চরম পর্যায়ে পৌঁছায়। একপর্যায়ে হালিমা স্বামী সোহাগকে দড়ি দিয়ে বেঁধে ধারালো বটি দিয়ে তার পুরুষাঙ্গ কেটে ফেলেন।

ঘটনার পর হালিমা নিজেই অ্যাম্বুলেন্স ডেকে সোহাগকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এবং পুলিশকে ফোন করে ঘটনাটি জানান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হালিমাকে আটক করে এবং আহত সোহাগকে হাসপাতালে পাঠায়।

ভুক্তভোগী সোহাগের ছোট ভাই আরিয়ান আহমেদ সোহান বলেন, “আমার ভাইয়ের ওপর পৈশাচিক নির্যাতন চালানো হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে বলেন, “ঘটনাটি দুঃখজনক। সোহাগকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযুক্ত হালিমাকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

বন্দরে রাস্তা সুড়ঙ্গ করে বিএনপি নেতার ড্রেজার পাইপ, ধসে পড়ার শঙ্কা

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দরে কল্যান্দি সড়কে আরসিসি ঢালাই রাস্তায় অবৈধভাবে সড়কের নিচের মাটি কেটে নিচ দিয়ে সুড়ঙ্গ করে ড্রেজার পাইপ বসানো হয়েছে। শুরুতে পাইপ সড়কের ওপর ছিল। এতে প্রশাসন বাধা দিলে সড়ক থেকে পাইপ সরিয়ে দিনের বেলাই সুড়ঙ্গ করে পাইপটি সড়কের নিচ দিয়ে নেওয়া হয়। এতে গুরুত্বপূর্ণ এ সড়কটি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে সড়ক ভেঙ্গে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

খোঁজ নিয়ে জানা গেছে, ড্রেজার পাইপ স্থাপন করেছেন বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ, বন্দর থানা যুবদল সভাপতি আমির হোসেন, পিংকি, সোয়েব, রবিন সহ বিএনপির একটি সিন্ডিকেট। প্রতিদিন রাস্তাটি দিয়ে শত শত রিকশা, সিএনজি, ইজিবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু রাস্তার নিচ দিয়ে সুড়ঙ্গ করে পাইপ স্থাপন করায় ওপর দিয়ে রাস্তাটি ফেটে নিচে দেবে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রশাসনের উদাসীনতার কারণে উপজেলার বিভিন্ন স্থানে সরকারি রাস্তার নিচ দিয়ে সুড়ঙ্গ করে পাইপ স্থাপন করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

৪ জানুয়ারী শনিবার দুপুরে ওই এলাকায় গিয়ে দেখা যায়, বন্দর উপজেলার রূপালী এলাকায় শীতলক্ষ্যা নদীতে ড্রেজার বসানো হয়েছে। সেখান থেকে পাইপ সংযোগ করে কল্যান্দি এলাকায় আরসিসি ঢালাইকৃত রাস্তাটির নিচ দিয়ে প্রায় ১২ ইঞ্চি গোলাকার একটি পাইপ রাস্তা সুড়ঙ্গ করে নিচ দিয়ে বসানো হয়েছে। এমনভাবে পাইপটি স্থাপন করা হয়েছে যাতে এই সড়ক দিয়ে চলাচলকারী প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন দেখতে না পান।

স্থানীয়রা জানান, এটি প্রথমে সড়কের ওপর ছিল। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সড়ক থেকে ড্রেজার পাইপ সহ ড্রেজারটি সরানোর নির্দেশ দেন। পরে ড্রেজার ব্যবসায়ীরা সড়ক থেকে পাইপ সরিয়ে নেওয়ার কিছুদিন পর পূনরায় সড়ক সুড়ঙ্গ করে পাইপ স্থাপন করা হয়।

বন্দর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অফিসার সামছুন নাহার জানান, রাস্তা কেটে বা সুড়ঙ্গ করে ড্রেজার পাইপ নেওয়ার বিষয়ে কোন অনুমতি দেওয়া হয়নি। সরেজমিনে গিয়ে দেখবো যদি এমন কিছু করে থাকে তাহলে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী মোস্তাফিজুর রহমান জানান, রাস্তর উপরে ড্রেজার পাইপ ছিল, আমরা অপসারণ করেছি কিন্তু সুড়ঙ্গ করে ড্রেজার পাইপ নেওয়ার বিষয়ে আমি অবগত নই। আগামীকাল লোক যাবে দেখে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বস্থ করেন তিনি।

বন্দরে মুকুলের হাত ধরে শতাধিক যুবকের বিএনপিতে যোগদান

ডেস্ক রিপোর্ট

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেছে কলাগাছিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শতাধিক যুবক।

৩ জানুয়ারী শুক্রবার বিকেল ৪টায় বন্দর থানার ২৩নং ওয়ার্ডের কবিলের মোড়স্থ বিএনপি নেতা আতাউর রহমান মুকুলের বাসভবনে এসে তারা বিএনপিতে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা আবুল কাশেম, মো. সাফি, আব্দুর রাজ্জাক, মোরশেদ আলম প্রমুখ।

সদ্য যোগদানকৃত যুবকদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল জাব্বার, নিলয়, ইফতি, মেরাজ, ইয়াসিন, সামির, সিফাত, রাহাত, মাহিন, মাহাতাব, সেন্টু, প্লাবন, নাফিজ, মৃদুল, তানভির, সাইফুল, জিসান, রিয়াদ ও আরিয়ান প্রমুখ।

নারায়ণগঞ্জে ‘পরিবর্তন সমাজ কল্যাণ সংস্থা’র শীতবস্ত্র বিতরণ

সান নারায়ণগঞ্জ

তীব্র শীতে সুবিধাবঞ্চিত ব্যক্তি, গোষ্ঠী এবং সম্প্রদায়ের জন্য শীতবস্ত্র বিতরণ কার্যক্রম নিয়মিতভাবে করে যাচ্ছে ‘পরিবর্তন সমাজ কল্যাণ সংস্থা’ নামক সামাজিক সংগঠনটি। এই কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার শীতবস্ত্র হিসেবে নাইটগার্ডদের জন্য সোয়েটার ও কানটুপি এবং অন্যান্যদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। ৩ জানুয়ারী শুক্রবার রাতে এই কার্যক্রম পরিচালিত করে সংগঠনটির নেতৃবৃন্দ।

শীতবস্ত্র বিতরণের কার্যক্রমের বর্ণনা দিতে যেয়ে পরিবর্তন সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ এ এইচ আশু বলেন, বর্তমানে আমরা লক্ষ্য করছি যে, নাইট গার্ড হিসেবে যারা বিভিন্ন পাড়া-মহল্লা বা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী করে তারা বয়োবৃদ্ধ ও অভাবী প্রকৃতির মানুষ। রাতে শীত বেশী থাকে। তাছাড়া বয়স্ক মানুষের শীত একটু বেশী অনুভুত হয়। তাই আমরা তাদের মধ্যে শীতবস্ত্র হিসেবে সোয়েটার ও কানটুপি বিতরণ করছি এবং অন্যান্য সুবিধাবঞ্চিত ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। পুরো শীত জুড়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।

উক্ত বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন কমিটির সভাপতি আবদুল্লাহ আল ফারুক রিংকু, সহ-সভাপতি মোঃ আবু সাঈদ, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট মাহবুবুল হক ফোরকান, কোষাধ্যক্ষ মোঃ আল আমিন আলী, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন জুম্মন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম সুজন ও নির্বাহী সদস্য মোঃ রনী শিকদার প্রমুখ।

পরিবর্তন সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে বিতরণের সময় উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ আব্দুল বাতেন।

উল্লেখ্য পরিবর্তন সমাজ কল্যাণ সংস্থা ইতিমধ্যে চাষাড়া রেলস্টেশন, নারায়ণগঞ্জ রেলস্টেশন, ফতুল্লা লঞ্চঘাট, ফতুল্লার জোড়পুল, ফতুল্লা রেলস্টেশন ও ব্যাংক কলোনী, সস্তাপুর, শিবু মার্কেট, ফতুল্লা পোষ্ট অফিস, কুতুবপুরের পিলকুনি, তক্কারমাঠসহ বিভিন্ন এলাকায় শীতবস্ত্র হিসেবে কম্বল, কানটুপি এবং সোয়েটার বিতরণ কার্যক্রম পরিচালিত করেছে।

ধর্মীয় ও সামাজিক কাজে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করলেন দিদার খন্দকার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ মহানগরীর দেওভোগ পাক্কা রোড খানকা গলি যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩ জানুয়ারী শুক্রবার বাদ মাগরিব পাক্কা রোডের খানকার গলি পুকুরপাড় এলাকায় ওয়াজ ও দোয়ার মাহফিলটি অনুষ্ঠিত হয়।

মাহফিলে বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ আওলাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ দিদার খন্দকার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আল্লাহর অশেষ রহমতে দ্বীনি কাজে আপনাদের সহযোগিতা চাই। আপনারা দোয়া করবেন এভাবেই যেনো দ্বীনি কাজে এবং সামাজিক কাজে আপনাদের পাশে থাকতে পারি। আসন্ন হোসিয়ারী সমিতি নির্বাচনে আমার বড় ভাই আওলাদ ভাইয়ের সাথে মিলিত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি। সাধারণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জয়ী হয়ে ব্যবসায়ীদের সেবা করতে পারি সেজন্য আপনাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থী।

তিনি আরো বলেন, আগামী ১১ ফেব্রুয়ারী স্বপরিবারে ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে হজ্বে যাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন হজ্ব শেষ করে আমি আপনাদের মাঝে ফিরে এসে দ্বীনের কাজে ও সমাজের সেবা করতে পারি মহান আল্লাহ যেন সেই তৌফিক দান করে।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মুফতি মোঃ নেয়ামত উল্লাহ ফারুকী।

বিশেষ বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন, দেওভোগ বড় জামে মসজিদের খতিব মোঃ মহিউদ্দিন হামিদী আল ক্বাদরী, হাজ্বী কলিমুল্লাহ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ হান্নান চাঁদপুরী, বাবুরাইল জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আমজাদ হোসেন প্রমুখ।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, তোফাজ্জল হোসেন, মোঃ শাহজাহান, মোঃ ইসমাঈল হোসেন রমজান, আজিজুল সরদার, সফর আলী, অ্যাডভোকেট এসএম গালিব, সাইদুল ইসলাম, আসাদুল ইসলাম কবির, মাহবুব আলম লিমন, জাহাঙ্গীর শাহ জিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।

১৫ বছর নিপীড়ন-নির্যাতন সহ্য করেছি, ওরা আমাদের রক্ত চুষে নিয়েছে: মামুন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহামুদ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আপনাদের জীবনবাজি রেখে আপনাদের আন্দোলনে স্বৈরাচারের পতন হয়েছে। এ দেশ থেকে চাঁদাবাজ, লুটপাটকারী, সন্ত্রাসীরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলা দিয়ে ফ্যাসিস্ট সরকারের প্রধান খুনি হাসিনা ৬ বছর কারাগারে আটক করে রেখেছিল। সেই সময় দলের হাল ধরেছিলেন আমাদের নেতা তারেক রহমান। অনেকে ধারণা করে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে, এ ধারণা ভুল।

মামুন মাহামুদ আরো বলেন, আমরা ১৫ বছর নিপীড়ন-নির্যাতন সহ্য করেছি, ওরা আমাদের রক্ত চুষে নিয়েছে। আমরা চাকরি, ব্যবসা কোন কিছুই করতে পারিনি, তবুও চেষ্টা করেছি বিপদে-আপদে সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। তার প্রমাণ হচ্ছে আজকে এমন প্রচন্ড শীত উপেক্ষা করে এখানে উপস্থিত হয়েছেন। রাষ্ট্র ক্ষমতায় না থেকেও সামান্য উপহার নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। কিন্তু যারা ১৫ বছর লুটপাট, অত্যাচার, নির্যাতন করলো তারাতো একটা ছেঁড়া কাপড়ও নিয়ে আপনাদের পাশে এসে দাঁড়ালোনা।

তিনি বলেন, বিএনপি জনগণের সেবার রাজনীতি করে, কোন ভোগের রাজনীতি করেনা। আমাদের নেতা তারেক রহমানে বিদেশে কোন বাড়ি-গাড়ি নেই এমনকি ঢাকা শহরেও নেই। তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ারও কোন বাড়ি নেই, তিনি ভাড়া বাড়িতে থাকেন। এ থেকে বুঝতে হবে বিএনপি ভোগের রাজনীতি করেনা, মানুষের রাজনীতি করে। যদি আপনাদের কোন কাজে আসি তাহলে আমাদের একটা হক আছে আপনাদের আছে। আমাদের মার্কা ধানের শীষে আপনাদের ভোট আমরা আশাকরি৷

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক রাষ্ট্র কাঠামোর ৩১ দফা ব্স্তবায়নে জনসম্পৃক্ততা এবং তীব্র শীতে গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ জানুয়ারী শুক্রবার বিকেল ৪টায় ফতুল্লা থানাধীন চাঁনমারি এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে ফতুল্লা থানা বিএনপির নেতা মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপরোক্ত কথাগুলো বলেছেন অধ্যাপক মামুন মাহমুদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক একরামুল কবির মামুন, ফতুল্লা থানা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক নাদিম হাসান মিঠু, জেলা বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবু, ফতুল্লা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ও মহানগর শ্রমিকদলের সাবেক সদস্য সচিব আলী আজগর, বিএনপি নেতা খোকন, মোক্তার প্রমুখ।

অনুষ্ঠান শেষে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অধ্যাপক মামুন মাহমুদ।

সোনারগাঁও সনমান্দি ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ৩ জানুয়ারী শুক্রবার রাতে এই কার্যালয়টির উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

সনমান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি সাফির উদ্দীন মজনুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহিম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী সুমন।

হাসিনার আমলে যুবদল নেতাকে গুলি করে হত্যা: পুলিশের এসআই কারাগারে

ডেস্ক রিপোর্ট

নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওন প্রধানকে গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া গোয়েন্দা পুলিশের সাবেক উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান কনককে কারাগারে পাঠিয়েছে আদালত।

৩ জানুয়ারী শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমিনের আদালত তাকে এই নির্দেশনা দেওয়া হয়। এর আগে, আদালতে সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আগামী সোমবার শুনানির দিন ধার্য করেন আদালত।

এর আগে, গত বৃহস্পতিবার রাতে শাওন হত্যা মামলার ১৬ নম্বর আসামি মাহফুজুর রহমান কনক ওরফে মাহফুজুল হককে ঢাকা এয়ারপোর্টের ১৩ এপিবিএন থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, কনককে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালত আগামী সোমবার রিমান্ড শুনানির তারিখ নির্ধারণ করে এবং আসামি কনককে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা ও মহানগর বিএনপির মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালীন সময়ে তৎকালীন ডিবি পুলিশের উপ-পরিদর্শক মাহফুজুর রহমান কনকের হাতে থাকা ‘চাইনিজ রাইফেল’ থেকে ছোড়া গুলি যুবদল কর্মী শাওনের শরীরে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

পরে ওই বছরের ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় বিএনপির পাঁচ হাজার অজ্ঞাত নেতাকর্মীকে আসামি করে নিহতের ভাই মিলন মামলা করেছিলেন। সেই মামলা প্রসঙ্গে মিলন দাবি করেছিলেন, ‘এই মামলার বিষয়ে তিনি বা তার পরিবারের কেউ কিছু জানে না। পুলিশ তাদের কাছে একটি সাদা কাগজে সই নিয়েছে।’

এ ঘটনার দুই বছর পর ২০২৪ সালের ২১ অক্টোবর শাওনের বড় ভাই মো. মিলন বাদী হয়ে মামলা করেন। মামলায় তৎকালীন জেলা প্রশাসক, পুলিশ সুপার, এস আই কনক সহ সাবেক পাঁচ সংসদ সদস্যসহ (এমপি) ৫২ জনকে আসামি করা হয়।

সর্বশেষ সংবাদ