খোরশেদকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে মহানগর ছাত্রদল

ডেস্ক রিপোর্ট

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. আশ্রাফুল ইসলাম নিরবের উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১ জানুয়ারী বুধবার রাতে মহানগরীর মাসদাইর এলাকায় কেক কেটে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

মো. আশ্রাফুল ইসলাম নিরবের পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেছেন, দলীয় সকল আন্দোলন সংগ্রাম সহ জনসাধারণের অধিকার আদায়ের সকল সংগ্রামে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ছাত্রদল। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনেও ছাত্রদল সক্রিয় ভূমিকায় ছিলো। আশা করি আগামী দিনেও ছাত্রদল সকল গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি নাজমুল কবির নাহিদ, মহানগর কৃষকদল দপ্তর-সম্পাদক শওকত খন্দকার, সদর থানা কৃষকদল আহবায়ক রানা মুজিব, মহানগর যুবদলের সাবেক প্রচার সম্পাদক রাসেল আহমেদ মনির, সাবেক সহ-সভাপতি ছাত্রদল সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা নাঈম মোল্লা, সদর থানা ছাত্রদলের সাবেক আহবায়ক পায়েল, মহানগর সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলতাফ হোসেন হৃদয়, মাশরাফি, আবির, নিয়ল ও মানুম বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

২০১৩ সালে বিএনএফ করা ব্যক্তিরাও ত্যাগের গল্প শোনায়: আশা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃত্বস্থানীয় শীর্ষ নেতাকে ইঙ্গিত করে মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা বলেছেন, ২০১৩-১৪ সালে আমরা ‍যখন রাজপথে আন্দোলন সংগ্রাম করি, তখন যারা নাজমুল হুদার দল বিএনএফ এর কমিটি গঠন করেছিল, যারা লিখিত ডকুমেন্ট আমাদের কাছে আছে, নির্বাচন কমিশনের কাছে আছে। আজকে তারাও দাবি করে তারাও নাকি বিগত ১৬/১৭ বছর বিএনপির আন্দোলন সংগ্রামের মধ্যে ছিল। একটা কথা মনে রাখবেন খালি কলসি বাজে বেশি। যারা খালি তারা বিভিন্ন সময় ত্যাগের গল্প শোনায়।

জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আবুল কাউসার আশা। এতে সভাপতিত্বে করেন ছাত্রদল নেতা মোহাম্মদ রাজু।

আশা আরো বলেন, অনেকে আবার ৫ আগস্টের পর বিএনপি হয়ে গেছে। আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগের প্রথম সারির নেতাকর্মী বাদ দিয়ে বাকিদের নিয়ে নিজেদের দল ভারি করার জন্য দলে অনুপ্রবেশ করাচ্ছে, দলে জায়গা করে দিয়েছে। সবাইকে সতর্ক থাকতে হবে। তাদের কঠোর হস্তে দমন করতে হবে। বিশেষ করে কোর্টপ্রাঙ্গনে আমরা দেখছি, প্রথমত পুলিশ আওয়ামীলীগের শীর্ষ নেতাকর্মীদের গ্রেপ্তার করছেনা, বিভিন্ন চাপে পড়ে দুএকজনকে গ্রেপ্তার করা হলে আমাদের দলের দালালশ্রেণির কিছু আইনজীবী আছে, যারা তাদেরকে জামিন করাতে ব্যস্ত হয়ে পড়েন।

এতে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জুয়েল রানা, সিরাজউদ্দীন দর্পন, শফিকুল ইসলাম শফিক, মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমূখ।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের ৫১ সদস্যের কমিটিতে থাকছেন যারা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা যুবদলের তিন সদস্যের কমিটি ৫১ সদস্য বিশিষ্ট লম্বা হচ্ছে বলে জানিয়েছেন জেলা যুবদলের শীর্ষ নেতারা। কমিটি গঠনের পর থেকে কমিটির দায়িত্বে থাকা তিনজন নেতা একজোট হতে পারেননি। এমন অবস্থায় জেলা যুবদলের কমিটি ভেঙ্গে দিতে পারে কেন্দ্রীয় যুবদল- এমন আলোচনার মাঝে ‍যুবদল নেতারা জানিয়েছেন, কমিটি ভাঙ্গছেনা। এই তিন সদস্যের আহ্বায়ক কমিটি ৫১ সদস্য বিশিষ্ট লম্বা কমিটি হবে।

সূত্রমতে, ২০২৩ সালের ২৯ আগস্ট নারায়ণগঞ্জ জেলা যুবদলের তিন সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেন তৎকালীন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক পদে সাদেকুর রহমান সাদেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব ও সদস্য সচিব মশিউর রহমান রনিকে দায়িত্ব দেয়া হয়। কমিটি গঠনের পর থেকেই সাদেকুর রহমান সাদেক ও খাইরুল ইসলাম সজীব একজোট হয়ে দলের কর্মসূচি পালন করেন। পৃথকভাবে সদস্য সচিব মশিউর রহমার রনি জেলা যুবদলের ব্যানারে কর্মসূচি পালন করে আসছেন। মাঝে সাঝে তিন নেতাকে জেলা যুবদলের তিনটি ব্যানারে কর্মসূচি পালনও করেছেন।

আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের বলয়ে রাজনীতি করছেন। মশিউর রহমান রনি জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াসউদ্দীন বলয়ে রাজনীতি করেছেন। সজীব আছেন তার পিতা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের পক্ষে। জেলার বিভিন্ন থানা/উপজেলায় রনি ক্ষুদ্র ক্ষুদ্র বলয় তৈরি করেছেন যুবদলের নেতাকর্মীদের নিয়ে। কেন্দ্রীয় বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের বলয়েও আছেন রনি।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের শীর্ষ তিন নেতা তিন মেরুতে বিভক্ত হয়ে রাজনীতি করছেন। গত ৫ আগস্টের পূর্বে তারা ‍পৃথকভাবে আন্দোলন সংগ্রাম করেছেন। ৫ আগস্টের পর তাদের একজোট হয়ে জেলা যুবদলের সাংগঠনিক কোনো কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়নি। জেলা যুবদলের বিগত কমিটির আমলেই নেতৃত্বে আসার প্রতিযোগীতায় ছিলেন জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, যুবদল নেতা আমিরুল ইসলাম ইমন, আরিফুজ্জামান ইমন, হারুন অর রশিদ মিঠু সহ ডজন খানিক নেতা।

এদিকে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকু রহমান সাদেক সান নারায়ণগঞ্জকে জানান, জেলা যুবদলের বর্তমান কমিটি ৩ সদস্যবিশিষ্ট। কেন্দ্রীয় নির্দেশান অনুযায়ী জেলা যুবদলের কমিটি পূর্ণাঙ্গ হচ্ছেনা। তবে ৫১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি বর্ধিত করা হবে। সেটা খুব শীঘ্রই ঘোষণা করা হবে বলেও তিনি নিশ্চিত করেছেন। তবে ৫১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে কারা থাকছেন সেটা তিনি নিশ্চিত করেননি।

অন্যদিকে জেলা যুবদলের একাধিক নেতা জানিয়েছেন, সাদেক ও রনির নেতৃত্বাধীন জেলা যুবদলের কমিটি থাকছেনা। তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে ব্যর্থ হয়েছেন। সংগঠনে বিভেদ সৃষ্টি করেছেন। আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমেও ব্যর্থতার পরিচয় দিয়েছেন। জেলা যুবদলের একাধিক নেতা কেন্দ্রে নতুন কমিটি আনার চেষ্টা অব্যাহত রেখেছেন। এখন দেখার বিষয় এই কমিটি ৫১ সদস্যবিশিষ্ট লম্বা হয় নাকি নতুন কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় যুবদল।

বিএনপির ওলামা দলের আলোচনা, দোয়া মাহফিলে প্রধান অতিথি তৈমূর আলম

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বিএনপির জাতীয়তাবাদী ওলামাদের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি ও জেলা ওলামা দলের সাবেক সভাপতি মুন্সী সামসুর রহমান খান বেনুর স্মরণ সভা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওই স্মরণ সভা, আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

২ জানুয়ারী বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভাধীন রূপসী খন্দকার বাড়িতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ওলামা দলের নারায়ণগঞ্জ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ সহ বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। কর্মসূচির সভাপতিত্ব করেন মাওলানা মুহাম্মদ মজিবুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে তৈমূর আলম খন্দকার বলেন, মুন্সী সামসুর রহমান খান বেনু একজন দল পাগল মানুষ ছিলেন। বিএনপি করতে গিয়ে অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। রাজপথে আন্দোলন করতে গিয়ে অসংখ্যবার হামলা মামলা জেল জুলুমের শিকার হয়েছেন। তারপরেও তিনি কখনও পিছু হটেননি। বর্তমানে অনেকেই নেতা হয়েছেন। কিন্তু বেনু যখন নেতৃত্ব দিতেন তখন বিএনপির অনেকেই রাজপথে ছিলেন না। বর্তমানে বিএনপিতে সামসুর রহমান বেনুর মতো নিঃস্বার্থ লোকের বড়ই অভাব।

বক্তাবলীতে শ্রমিকদলের অফিস ভাংচুর, রশিদ মেম্বারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্থানীয় শ্রমিক দলের কার্যালয় ভাঙচুর সহ এক নেতাকে মারধর করার ঘটনায় রশিদ মেম্বারকে প্রধান আসামী করে ৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। তবে এখনো পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

৩ জানুয়ারী শুক্রবার সকালে শ্রমিক দল নেতা মাসুম শেখ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে।

এদিকে এলাকাবাসী অভিযোগ করে বলেন, রশিদ মেম্বার বিগত ১৭ বছর আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে কোটি কোটি টাকা কামিয়ে এলাকায় রাজরাজত্ব কায়েম করেছিল। বিগত সময়ে টাকার গরমে আওয়ামী লীগ ও বিএনপির কাউকে তোয়াক্কা না করে দাপটে সহিত প্রভাব বিস্তার করেছে। আর আওয়ামী লীগ পতনের পর নিজেকে ভোল্ড পাল্টে গায়ে বিএনপির সাইনবোর্ড লাগানোর চেষ্টায় ব্যাপক তান্ডব চালায়। রশিদ মেম্বার নিজেকে বিএনপি নেতা হিসেবে যাহিল করে বিশাল এক বাহিনী তৈরি করে।

এই বাহিনী দিয়ে চাঁদাবাজি থেকে শুরু করে লুটপাট, দখলবাজি সহ নানা অপকর্মে লীপ্ত হয়। আওয়ামী লীগ নেতাদের মার্কেট, বাড়ি, খামার দখল করার একাধিক অভিযোগ রয়েছে। দখলবাজি নিয়ে আপন মামা বাদল মিয়ার সাথে বিরোধ তৈরি হয়। বাদল সহ তার লোকদের প্রতিহত করতে বহিরাগত লোক ভাড়া করে আনে। আর দেশীয় অস্ত্র রক্ষিত রাখে রশিদ মেম্বার এর তেলের পাম্প এবং ইটভাটায়। এমনকি কেরানীগঞ্জ থেকে সন্ত্রাসী ভাড়া করে আনে এলাকায় মহড়া দেয় বলে অভিযোগ এলাকাবাসীর।

শ্রমিক দল নেতা মাসুদ শেখের দায়েরকৃত মামলায় উল্লেখ করেন, পূর্ব শত্রুতার জের ধরে বক্তাবলী ইউনিয়ন শ্রমিক দলের প্রধান উপদেষ্টা পূর্ব গোপালনগর এলাকার বাসিন্দা মাসুদ শেখ সহ তার লোকজনকে বেশ কিছু দিন ধরে হুমকি দিয়ে আসছে বক্তাবলী ইউনিয়নের মেম্বার রশিদ সহ তার সাঙ্গপাঙ্গরা।

তারই ধারাবাহিকতায় ৩১ ডিসেম্বর সকালে রশিদ মেম্বারের হুকুমে তার বাহিনীর লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে বক্তাবলী ঘাট সংলগ্ন শ্রমিক দলের অফিসে এসে মাসুদ শেখকে মারধর করে। তাতে প্রতিবাদ করতে গেলে অফিস ব্যাপক ভাঙচুর চালায়। এসময় জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান ছবি সহ জেলার নেতাদের ছবি ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম মামলা দায়েরের বিষয় সত্যতা নিশ্চিত করে স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আড়াইহাজারে পুলিশী অভিযানে ৭ আসামী গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিভিন্ন অভিযোগে ৭ আসামীকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে পুলিশ। ২ জানুয়ারী বৃহষ্পতিবার রাতের পৃথক সময়ে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার বৈলারকান্দী এলাকার অনোয়ার হোসেনের পুত্র জাহিদ, ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মানাইরচর এলাকার আব্দুল হালিম ফকিরের পুত্র সাইদুল ইসলাম, নেত্রকোনার মোহনগঞ্জ এলাকার বকুল মিয়ার পুত্র বাদল মিয়া, আড়াইহাজার উপজেলার গিরদা এলাকার মোমেনের ছেলে পিয়াস, মনোহরদী এলাকার আঃ লতিফের ছেলে রফিক। তা ছাড়া আড়াইহাজার পৌরসভা এলাকার নাহিদ ও সবুজ নামে দুজনকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, এদের মধ্যে রফিককে ২০ পিস ইয়াবা এবং পিয়াসকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। জাহিদ, বাদল এবং সাইদুল পৌরসদরের কৃষ্ণপুরা বৌবাজার এলাকায় রাতের আঁধারে মদ খেয়ে মাতলামী করার সময় পুলিশের হাতে আটক হয়।

আড়াইহাজারে শালিসি বৈঠকে ইউপি মেম্বারসহ ২ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি সমঝোতা বৈঠকে ইউনিয়ন পরিষদের মেম্বারসহ দুইজনকে পিটিয়ে ও কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দী এলাকায়।

অভিযোগ সূত্রে জানাযায়, ১ জানুয়ারী বুধবার সন্ধ্যায় প্রতিবেশী সেন্দী গ্রামের মৃত হাজী ইয়াসিনের ছেলে বিল্লাল ও সিরাজুলের ছেলে নাঈম গংদের সাথে একই গ্রামের হাইজাদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার শাহাবুদ্দিন গংদের যৌথ মালিকানাধীন পুকুরের মাছ ধরা কেন্দ্র করে পূর্ব বিরোধ চলছিল।

এ বিরোধ সমাধানের লক্ষ্যে বুধবার সন্ধ্যায় শাহাবুদ্দিন মেম্বারের বাড়িতে পারিবারিকভাবে সমঝোতা বৈঠক বসে। বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ হাজী ইয়াসিনের ছেলে সিরাজুল ইসলাম, সোহাগ, রফিকুল ইসলাম এবং বিল্লালের ছেলে শরীফ সহ অজ্ঞাত ৫-৬ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাহাবুদ্দিন মেম্বারকে উপর্যুপরি পিটিয়ে এবং কুপিয়ে জখম করে।

এ সময় তাকে বাঁচাতে বৈঠকে আসা একই গ্রামের কেরামত আলীর ছেলে শাহপরানকেও পিটিয়ে আহত করা হয়। ঘটনার পর স্বজনরা তাদের দুজনকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার শাহাবুদ্দিন মেম্বারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন এবং শাহপরানকে প্রাথমিক চিকিৎসা দেন।

এ ঘটনায় আহত শাহাবুদ্দিন মেম্বার এর ছেলে শামীম বাদী হয়ে ওইদিন রাতেইথানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ফতুল্লায় শ্রমিকদলের কার্যালয়ে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মিছিল ও মানববন্ধন

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্থানীয় শ্রমিক দলের কার্যালয় ভাংচুর সহ এক নেতাকে মারধর করার ঘটনায় বিক্ষোভ মিছিল সহ মানববন্ধন করেছে শ্রমিক দলের নেতাকর্মীরা। এসময় রশিদ মেম্বার সহ তার বাহিনীর সদস্যদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। পরে তারা জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন।

২ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা থানা আঞ্চলিক শাখার ব্যানারে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, বক্তাবলী ইউনিয়ন শ্রমিক দলের প্রধান উপদেষ্টা পূর্বগোপালনগর এলাকার বাসিন্দা মাসুদ শেখ সহ তার লোকজনকে বেশ কিছু দিন ধরে হুমকি দিয়ে আসছে বক্তাবলী ইউনিয়নের মেম্বার রশিদ সহ তার সাঙ্গপাঙ্গরা। তারই ধারাবাহিকতায় ৩১ ডিসেম্বর সকালে রশিদ মেম্বারের হুকুমে তার বাহিনীর লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে বক্তাবলী ঘাট সংলগ্ন শ্রমিক দলের অফিসে এসে মাসুদ শেখকে মারধর করে। তাতে প্রতিবাদ করতে গেলে অফিস ব্যাপক ভাঙচুর চালায়।

এসময় জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সহ জেলার নেতাদের ছবি ভাঙচুর করে। এ ঘটনায় রশিদ মেম্বার সহ তার সন্ত্রাসী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করলেও মামলা নিতে পুলিশ নানা ভাবে তালবাহানা করছে। তাই রশিদ মেম্বার সহ তার সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল সহ মানববন্ধন করা হয়।

বক্তারা আরো বলেন, রশিদ মেম্বার আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে বিগত আওয়ামী লীগ আমলে কোটি কোটি টাকা কামিয়েছে। রশিদ মেম্বার একজন সন্ত্রাসী সহ খারাপ প্রকৃতির লোক। রশিদ মেম্বার বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কিছুদিন আগে জামিনে বের হয়ে আবারও সন্ত্রাসী কর্মকান্ড শুরু করছে। রশিদ মেম্বারের বিরুদ্ধে জবরদখল সহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। তার অত্যাচার থেকে মুক্তি চায় এলাকাবাসী।

এদিকে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার। আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা ও বক্তাবলী ইউনিয়নের শ্রমিক দলের নেতৃবৃন্দরা।

মহানগরীর ১২নং ওয়ার্ডে ১৭’শ পরিবারের মাঝে বিএনপি নেতার শীতবস্ত্র বিতরণ

ডেস্ক রিপোর্ট

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু। ১ জানুয়ারী বুধবার আয়োজিত এ অনুষ্ঠানে ওয়ার্ডের ১ হাজার ৭‘শ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে শকু বলেছেন, আমি এখন আর কাউন্সিলর নই। তবে জনগণের প্রতি দায়িত্ব ও ভালোবাসা থেকে কখনো সরে দাঁড়াতে পারি না। অতীতে যেভাবে মানুষের পাশে থেকেছি, ভবিষ্যতেও সেই কাজগুলো চালিয়ে যাব।

তিনি আরও বলেন, আজ সামর্থ্যবানদের সহযোগিতায় আমরা ১৭০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। প্রতি বছর এই কার্যক্রম পরিচালনা করে থাকি। দ্বিতীয় ধাপেও আমরা আরও ২০০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করব। আমরা কথা দিলে তা পূরণের চেষ্টা করি, এ কারণেই মানুষ আমাদের বিশ্বাস করে।”

শকু সামর্থ্যবানদের কাছে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, “যখন সাহায্যের জন্য হাত বাড়াই, তখন তারা সাড়া দেয়। এটি আমাদের প্রতি জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিফলন।”

রমজান মাসকে ঘিরে বিশেষ কার্যক্রমের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, “রমজানে আমাদের কিছু উদ্যোগ রয়েছে, যা জনগণের জন্যই পরিচালনা করব। কাউন্সিলর না থাকলেও মানুষের সেবা করার দায়িত্ব কখনো শেষ হবে না।”

সুত্র: যুগের নারায়ণগঞ্জ

সন্ত্রাসী হামলার শিকার যুবদল নেতার চিকিৎসা ব্যবস্থার দায়িত্ব নিলেন মান্নান

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদল নেতা শাহাদাত হোসেনের উপর গত ১৬ ডিসেম্বর হামলার ঘটনায় শারীরিক খোজ খবর নিতে তার বাসায় আসেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

আহত শাহাদাত হোসেনকে ১৬ ডিসেম্বর উপজেলা পরিষদ থেকে আসার পথে একা পেয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেন দূর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল ভর্তি করা তার ও পায়ের রগ কেটে দেয়ায় সেখান থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়া হলে আগামী ৯ জানুয়ারী অস্ত্রপ্রচার করার ডেট রয়েছে বলে জানিয়েছেন তার পরিবার। শাহাদাত এর অবস্থা আশংকাজনক বর্তমানে।

২ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে দেখতে এসে আজহারুল ইসলাম মান্নান শাহাদাত এর চিকিৎসার সকল খরচ বহন করেন এবং তার শাহাদাত এর পরিবারকে নগদ ২০ হাজার টাকা অর্থ প্রদান করেন এবং তিনি আরো বলেন, এ ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অতিদ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং তার সুস্থতার জন্য দোয়া পড়ানাে হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন-সোনারগাঁ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক নাসির উদ্দিন ভূইয়া, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি তাজুল ইসলাম সরকার, বারদী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুর রহমান মুন্সি, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সোনারগাঁও উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিক, সোনারগাঁও উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক, সোনারগাঁও উপজেলা বিএনপির উপদেষ্টা করিম মেম্বার, বারদী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আবুল কাশেম, তোফাজ্জল, বারদী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক আসাদ, সোনারগাঁও উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক সানাউল্লাহ, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মোঃ জামাল হোসেন, বারদী ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল মতিন, বারদী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল আলী, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান, বারদী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাঃ সানোয়ার, বারদী ইউনিয়ন বিএনপি নেতা রফিকুল ইসলাম, বিল্লাল মুন্সি, জামাল হোসেন, ফরিদ, বারদী ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি নেতা গিয়াস উদ্দিন, হালিম, রফিক, খাদেম, তৈয়ব, ফজর আলী, বদন, সালাম, ইব্রাহিম বারদী ইউনিয়ন যুবদল নেতা জাইদুল, কাশেম, শফিকুল, মজিবুল্লা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ