‘সংস্কারের নামে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করলে জনগণ মেনে নিবেনা’
সান নারায়ণগঞ্জ
সংস্কারের নামে বেশিদিন ক্ষমতা আকরে না ধরে দ্রুত নির্বাচন দেয়ার জন্য অন্তবর্তী সরকারের প্রতি আহবান জানিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু।
তিনি বলেছেন, সৈরাচার হাসিনা দীর্ঘ ১৬ বছর অবৈধভাবে ক্ষমতা আকরে ধরে দেশের বিভিন্ন সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে। অন্তবর্তী সরকার যতটুকু সংস্কার প্রয়োজন দ্রুতগতিতে তা করে নির্বাচন দিন। নির্বাচন দেয়া নিয়ে কালক্ষেপণ বাংলার জনগন কিছুতেই মেনে নিবে না। সংস্কারের নামে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করলে আন্দোলনে নামতে বাধ্য হবো।
১৩ জানুয়ারী সোমবার বিকালে ফতুল্লার লালখাঁয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুতুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাহিরে গিয়েছেন। আল্লাহর রহমতে আমাদের নেত্রী অনেকটাই ভাল আছেন এবং সুস্থ আছেন। সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে দ্রুত সুস্থ হয়ে দেশের মাটিতে ফিরে আসতে পারেন। সৈরাচার হাসিনা সরকার আমাদের নেত্রীকে চিকিৎসা করতে দেশের বাহিরে যাওয়ার জন্য কোন সুযোগ দেয় না। মিথ্যা মামলা দিয়ে গৃহবন্দী করে রেখেছিল। জুলুমবাজদের আল্লাহ কখনো পছন্দ করেন। সৈরাচার হাসিনা দেশের মানুষের সাথে অতিথি জুলুম করেছে। তাই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে।
অনুষ্ঠানে ফতুল্লা থানা বিএনপির সহ-কোষাদক্ষ্য তৈয়বুর রহমানের সভাপতির প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা শ্রমিক দলের আহবায়ক শাহ আলম পাটোয়ারী প্রমুখ।
অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, ফারুক মাদবর, হাজী আবুল হোসেন, আমির হোসেন, আফজাল হোসেন, আহম্মদ হোসেন, কামাল হোসেন, আনোয়ার হোসেন মাস্টার, দুলাল মাহমুূদ, এড: নাসির উদ্দিন, সালাউদ্দিন।